Municipal Election 2022: বাদ হাওড়া, ২২ জানুয়ারি রাজ্যের ৪ কর্পোরেশনে ভোট

২৫ জানুয়ারি ফলাফল ঘোষণা।

Updated By: Dec 27, 2021, 05:02 PM IST
Municipal Election 2022: বাদ হাওড়া, ২২ জানুয়ারি রাজ্যের ৪ কর্পোরেশনে ভোট

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের চার পুরনিগমে (Corporations) ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ২২ জানুয়ারি ৪ পুরনিগমে (Corporations) ভোট। ২৫ জানুয়ারি ফলাফল ঘোষণা। বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে (Corporations) ভোটের দিন ঘোষণা। হাওড়া কর্পোরেশন (Howrah Corporations ) নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায়, হাওড়া পুরনিগমে ভোটের দিন ঘোষণা করেনি কমিশন।

সোমবার থেকেই লাগু হবে আদর্শ আচরণবিধি। ২৮ ডিসেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ জানুয়ারি মনোনয়ন স্ক্রুটিনির দিন। ৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২২ জানুয়ারি রাজ্যের ৪টি কর্পোরেশনে ভোট। ২৫ জানুয়ারি ফলাফল ঘোষণা। কমিশন জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করেই ভোটের দিন ঘোষণা। সমস্ত বুথে থাকবে সিসি ক্যামেরা থাকবে। ৪ জানুয়ারি আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক হবে। এরপরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।  

কলকাতা পুরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধীরা। তাই সোমবার নির্বাচন কমিশন সিসি ক্য়ামেরার কথা বললেও তাতে গুরুত্ব দিতে চাননি শিলিগুড়ি কর্পোরেশনের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন, "সরকারের সদিচ্ছা থাকা দরকার। সরকার এবং কমিশন সুষ্ঠু ভাবে নির্বাচন করতে চায় কি না, তা আগে জানা দরকার। কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"   

৪ কর্পোরেশনের হালহকিকত

বিধাননগর কর্পোরেশন

মোট ওয়ার্ড: ৪১

মোট বুথ: ৪৬৮

মোট ভোটার: ৪,৪৬,৬৪০ 

শিলিগুড়ি​ কর্পোরেশন

মোট ওয়ার্ড: ৪৭

মোট বুথ: ৪২১

মোট ভোটার: ৪,০২,৮৯৫

আসানসোল কর্পোরেশন

মোট ওয়ার্ড: ১০৬

মোট বুথ: ১০২০

মোট ভোটার: ৯,৪২,০৮৮

চন্দননগর কর্পোরেশন

মোট ওয়ার্ড: ৩৩

মোট বুথ: ১৬৯

মোট ভোটার: ১,৪৪,৮৩৯

আরও পড়ুন: Lokayukta West Bengal: বাংলার লোকায়ুক্ত নিয়োগ বৈঠকে মুখ্যমন্ত্রী, প্রস্তাবিত নাম অসীম রায়

আরও পড়ুন: Kolkata: বড় সাফল্য পুলিসের, আনন্দপুরে বাংলাদেশি গ্রেফতার কাণ্ডে পুলিসের জাল নথি তৈরির মাস্টারমাইন্ড

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.