২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গির বলি ৩

Updated By: Sep 24, 2015, 11:24 PM IST
২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গির বলি ৩

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল  তিন-জনের। গতকাল রাতে বিসি রায় শিশু হাসপাতালে ৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ SSKM-এ মারা গেছেন একজন। বর্ধমানে মৃত্যু হয়েছে বীরভূমের কোটাশূরের এক বাসিন্দার। সরকারি হিসেবে এ বছর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬৫।

পাঁচ বছরের সায়ন দে।  সল্টলেকের সিডি ব্লকের বাসিন্দা। সোমবার বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গি আক্রান্ত সায়ন। বুধবার রাতে মৃত্যু। বৃহস্পতিবার সকালে SSKM-এ মারা যান বালুরঘাটের দীপক সিং। দিন পনেরো আগে বালুরঘাটেই তাঁর ডেঙ্গি ধরা পড়ে বলে জানিয়েছেন বাড়ির লোকেরা। যদিও, ডেঙ্গিতে দীপক সিংয়ের মৃত্যুর কথা মানতে নারাজ স্বাস্থ্য দফতর। রাজ্যজুড়ে থাবা ছড়াচ্ছে ডেঙ্গি। বাদ নেই কলকাতাও। বিসি রায় শিশু হাসপাতালে লম্বা লাইন। ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা রোজ বাড়ছে। চিকিত্‍সকরা বলছেন, ডেঙ্গি ভাইরাসের চরিত্র পরিবর্তন হচ্ছে।অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডেঙ্গি আক্রান্তরা আসছেন বমি, পেট খারাপের মতো ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে। দেরিতে হলেও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেছে স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভা। শহরের ষোলোটি বরোয় অস্থায়ী শিবিরে চলছে রক্ত পরীক্ষা। মশা নিধনে মাঠে নেমেছে পুরসভা।  

ডেঙ্গি পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সে জন্য ঘনঘন বৈঠক, ভিডিও কনফারেন্স করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে
এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২৬০। কলকাতা পুরসভার তথ্য বলছে, পয়লা জানুয়ারি থেকে একশো পঁয়ষট্টি জন কলকাতার বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য দফতরের দাবি, এ মরসুমে রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা দুই। সল্টলেকের সায়ন দে-র আগে কলকাতার হাসপাতালে নদিয়ার এক বাসিন্দা ডেঙ্গিতে মারা যান।

 

.