Kolkata Shootout: বাঁশদ্রোণীতে গুলিকাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ধৃতেরা মলয় দত্তের সহযোগী বলে খবর।  

Updated By: Apr 19, 2022, 11:02 PM IST
Kolkata Shootout: বাঁশদ্রোণীতে গুলিকাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি। বাঁশদ্রোণীতে গুলিকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করল পুলিস। উদ্ধার হল আগ্নেয়াস্ত্রও। ধৃতেরা মলয় দত্তের সহযোগী বলে খবর।

সিন্ডিকেট নিয়ে বিবাদের জের? খাস কলকাতায় শুটআউট। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে দিনেদুপুরে গুলি-পাল্টা গুলিতে জখম ২। কীভাবে এই ঘটনা ঘটল? কারা হামলা চালাল? তদন্তে শম্ভু সর্দার, অরিজিৎ পোদ্দার ও ভিকি নামে ৩ জনের নাম ওঠে আসে। জানা যায়, গণ্ডগোলের সময়ে মলয় দত্তের অফিসের ছিল তাঁরা। শুধু তাই নয়, মলয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে যখন পালাচ্ছিলেন বিশ্বনাথ, তখন তাঁকে লক্ষ্য আবার পাল্টা গুলি চালায় শম্ভু সর্দার, অরিজিৎ পোদ্দার ও ভিকি! 

আরও পড়ুন: Protestor Attack: নারকেলডাঙায় 'আক্রান্ত' প্রতিবাদী, গ্রেফতার ২

জানা গিয়েছে, গুলিকাণ্ডের পর দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালান কলকাতা পুলিসের গুণ্ডাদমন শাখার আধিকারিক। রাতে গ্রেফতার করা হয় শম্ভু সর্দার, অরিজিৎ পোদ্দার ও ভিকিকে। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, এই আগ্নেয়াস্ত্র থেকে বিশ্বনাথ বিশ্বনাথ সিং ওরফে বাচ্চা সিং-কে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

ঠিক কী ঘটেছে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে? অভিযোগ, এদিন দুপুরে যখন নিজের অফিসে বসেছিলেন মলয় দত্ত, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিশ্বনাথ সিং ওরফে বাচ্চা সিং। গুলি লাগে বুকে। এরপরই বিশ্বনাথকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান মলয় দত্তের শাগরেদরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দু'জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.