নিউটাউনে পুলিসি ধরপাকড় অব্যাহত

নিউটাউনে পুলিসি ধরপাকড় অব্যাহত রয়েছে। অনুমতি না নিয়ে বৈঠক করায় রবিবার পাঁচ জমি আন্দোলনকারীকে তুলে এনে গ্রেফতার করে পুলিস। আজ নিজামউদ্দিন নামে এক আন্দোলনকে আটক করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। ধৃতেরা হলেন, মিলন মণ্ডল, অসিত মণ্ডল, মইনুদ্দিন মোল্লা, ফজলুর রহমান এবং হাবিবুর গাজি। জানা গিয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাগাছিতে বৈঠক ডাকায় গতকাল তাঁদের আটক করা হয়। তারপর তাঁদের খুনের চেষ্টার এক পুরনো মামলায় গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে।

Updated By: Sep 26, 2016, 06:38 PM IST
নিউটাউনে পুলিসি ধরপাকড় অব্যাহত

ওয়েব ডেস্ক: নিউটাউনে পুলিসি ধরপাকড় অব্যাহত রয়েছে। অনুমতি না নিয়ে বৈঠক করায় রবিবার পাঁচ জমি আন্দোলনকারীকে তুলে এনে গ্রেফতার করে পুলিস। আজ নিজামউদ্দিন নামে এক আন্দোলনকে আটক করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। ধৃতেরা হলেন, মিলন মণ্ডল, অসিত মণ্ডল, মইনুদ্দিন মোল্লা, ফজলুর রহমান এবং হাবিবুর গাজি। জানা গিয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাগাছিতে বৈঠক ডাকায় গতকাল তাঁদের আটক করা হয়। তারপর তাঁদের খুনের চেষ্টার এক পুরনো মামলায় গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন পুজো নিয়ে এবার আগে থেকেই সতর্ক কলকাতা পুলিস

.