তৃণমূলের ছাত্র সংসদের বিরুদ্ধে জাতি বিদ্বেষের অভিযোগ, রবীন্দ্রভারতীতে ইস্তফা বিভাগীয় প্রধানদের
যদিও ছাত্রসংগঠনের পাল্টা দাবি তাঁরা কোনওরকম আক্রমণই করেননি বরং তাঁরা নিয়মিত ক্লাস, সময় মতো সিলেবাস শেষ এবং অন্যান্য নায্য দাবিতেই সরব হয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: চিকিৎসা ক্ষেত্রে সমস্যা মিটটেই এবার জট শিক্ষা ক্ষেত্রে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে নিগ্রহের প্রতিবাদে বিভাগীয় পদ থেকে ইস্তফা দিলেন ৪ বিভাগীয় প্রধান। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানকে হেনস্তার অভিযোগ ওঠে ছাত্র সংগঠনের বিরুদ্ধে। সূত্রের খবর, জাতি বিদ্বেষ থেকেই এই আক্রমণ করা হয়েছিল তাঁকে। জাত-পাত নিয়ে কটূক্তির শিকার হন ওই অধ্যাপিকা।
আরও পড়ুন: চাকরির নামে ভুয়ো ওয়েবসাইট, প্রতারণা চক্রে ধৃত ২
ঘটনা প্রকাশ্যে আসতেই বিভাগীয় পদ থেকে সরে এসেছেন চারজন। এখনও পর্যন্ত পাওয়া খবরে কারও পদত্যাগ পত্র এখনও গ্রহণ করা হয়নি। যদিও ছাত্রসংগঠনের পাল্টা দাবি তাঁরা কোনওরকম আক্রমণই করেননি বরং তাঁরা নিয়মিত ক্লাস, সময় মতো সিলেবাস শেষ এবং অন্যান্য নায্য দাবিতেই সরব হয়েছিলেন।
আন্দোলনের অভিমুখ পরিবর্তন করতেই ওপর মহল এসব করছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের।