চমক রেখেই প্রথম দফায় ৪২ প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি

বিজেপির প্রার্থী তালিকায় এবার বেশ কিছু নতুন মুখের উঁকি। সম্ভবত অশোকনগর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রূপা গাঙ্গুলি। ভবানীপুর থেকে দাঁড়াতে পারেন নেতাজীর আত্মীয় চন্দ্রবোস।

Updated By: Mar 4, 2016, 02:53 PM IST
চমক রেখেই প্রথম দফায় ৪২ প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি

ওয়েব ডেস্ক: বিজেপির প্রার্থী তালিকায় এবার বেশ কিছু নতুন মুখের উঁকি। সম্ভবত অশোকনগর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রূপা গাঙ্গুলি। ভবানীপুর থেকে দাঁড়াতে পারেন নেতাজীর আত্মীয় চন্দ্রবোস।  কসবায় বিজেপির টিকিটে  প্রার্থী হতে পারেন জয়প্রকাশ মজুমদার। বন্দর এলাকা থেকে প্রার্থী হতে পারেন লকেট চ্যাটার্জি। চৌরঙ্গি থেকে প্রার্থী হতে পারেন রীতেশ তেওয়ারি।

নতুনদের তালিকায় নাম রয়েছে ফুটবলার সুব্রত ভট্টাচার্য, বাউল শিল্পী পূর্ণদাস বাউল রয়েছে রামকৃষ্ণ মিশনের এক মহারাজের নামও। প্রার্থী তালিকায় চমক দিতে থাকতে পারে অভিনেত্রীঋতুপর্ণা সেনগুপ্তের নাম। জোড়াসাঁকো থেকে প্রার্থী হতে পারেন বিজেপি নেতা রাহুল সিনহা বিজেপির  প্রার্থী তালিকায় প্রথম দফায় ৪২ জনের নাম প্রকাশিত হবে

.