বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় টোল প্লাজার ৫ কর্মীর মৃত্যু

নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় টোল প্লাজার ৫ কর্মীর মৃত্যু। রবিবারের রাতের দুর্ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি একাধিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু। কেন বার বার দুর্ঘটনা ঘটছে বিদ্যাসাগর সেতুতে?

Updated By: Mar 14, 2016, 07:08 PM IST
বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় টোল প্লাজার ৫ কর্মীর মৃত্যু

ওয়েব ডেস্ক: নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় টোল প্লাজার ৫ কর্মীর মৃত্যু। রবিবারের রাতের দুর্ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি একাধিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে শহরের এই গুরুত্বপূর্ণ সেতু। কেন বার বার দুর্ঘটনা ঘটছে বিদ্যাসাগর সেতুতে?

রবিবার রাতে দুরন্ত গতিতে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বালি বোঝাই লরিটি। টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে পড়ে ৫ ও ৬ নম্বর লেনের মাঝে। সেখানে ছিলেন ৬জন টোল অ্যান্টেন্ডার। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও ২জনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক বহুবার লরি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, শেষরক্ষা হয়নি।

তদন্তে জানা গিয়েছে, ঘাতক লরিটি বহু পুরনো ছিল। তাছাড়া লরিটি ওভারলোডেডও থাকায় ব্রেক ফেল করে। তখনই গিয়ে ধাক্কা মারে একটি টোল প্লাজায়।

তবে ইদানিং বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা নতুন ব্যাপার নয়। অভিযোগ, নিয়ম ভেঙে টোল প্লাজার সামনে বাস থামিয়ে যাত্রী তোলা হয়। এর ফলে যান চলাচলে সমস্যা হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। আশঙ্কা করা হচ্ছে টোলপ্লাজার সামনে যান নিয়ন্ত্রণে আরও কড়া নজরদারির ব্যবস্থা না হলে, এই ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।

.