@সৃঞ্জয় বসু: ভাণ্ডারে রাশি রাশি...তবু আরও চাই!!!

কোটি কোটি টাকার সম্পত্তি। ছড়ানো ঐশ্বর্যের মধ্যে বসবাস। বিপুল বিত্তের অধিকারী সৃঞ্জয় বসু। কিন্তু সিবিআই-এর অভিযোগ সত্যি হলে, তারপরেও আরও আরও টাকার জন্য বাঁকা পথে হেঁটেছিলেন তিনি। কেন এমন হল? কেন এমন হয়?

Updated By: Nov 22, 2014, 03:23 PM IST
@সৃঞ্জয় বসু: ভাণ্ডারে রাশি রাশি...তবু আরও চাই!!!

ওয়েব ডেস্ক: কোটি কোটি টাকার সম্পত্তি। ছড়ানো ঐশ্বর্যের মধ্যে বসবাস। বিপুল বিত্তের অধিকারী সৃঞ্জয় বসু। কিন্তু সিবিআই-এর অভিযোগ সত্যি হলে, তারপরেও আরও আরও টাকার জন্য বাঁকা পথে হেঁটেছিলেন তিনি। কেন এমন হল? কেন এমন হয়?

এজগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি

সৃঞ্জয়ের অর্থ-অনর্থ
-----------
জাহাজ থেকে মাল খালাসের ব্যবসা
সংবাদপত্র
কেটারিং
দুবাইয়ে দুটি ভাষায় রেডিও নেটওয়ার্ক
আন্তর্জাতিক মানের রেকর্ডিং স্টুডিও

কী নেই! পারিবারিক সূত্রে এই সব সংস্থার মালিকানার অংশীদার সৃঞ্জয় বসু।

সব মিলিয়ে একেবারে ছড়ানো ঐশ্বর্যের মধ্যে বাস করতেন ৩৮ বছরের এই যুবক। তবু টাকার জন্য কেন ঘুরপথে যাওয়া?

 

২০১১ সালের অগাস্টে রাজ্যসভার তৃণমূল সাংসদ হিসেবে নির্বাচিত হন সৃঞ্জয়। তখন নির্বাচন কমিশনকে তিনি সম্পত্তির যে হিসেব দিয়েছিলেন তা হল এই রকম ---

সৃঞ্জয়ের সম্পত্তি
---------
মোট পরিমাণ ২২ কোটি টাকার বেশি

এর অর্ধেকই নগদ টাকা

সৃঞ্জয়ের সম্পত্তি
---------
বিভিন্ন সংস্থার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা

প্রায় ৯৯ লক্ষ টাকার বিমা

সৃঞ্জয়ের সম্পত্তি
---------
৩ কোটি টাকার জমিবাড়ি

সঙ্গে বহুমূল্য গয়না

 

শুধু সরকারি হিসেবেই সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধাঁনো। যে সব অভিযোগে সিবিআই সৃঞ্জয় বসুকে গ্রেফতার করেছে, তার অন্যতম হল জোর খাটিয়ে টাকা আদায়।

 

.