Dengue: আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি! কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু শিশুর

ডেঙ্গি আক্রান্তকে কখন দিতে হবে প্লেটলেট? গাইডলাইন জারি করল স্বাস্থ্যভবন।

Updated By: Jul 24, 2023, 10:11 PM IST
Dengue: আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি! কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু শিশুর

মৈত্রেয়ী ভট্টাচার্য: বর্ষার শুরুতে ফের ডেঙ্গি দাপট! সংকটজনক অবস্থায় ভর্তি ছিল বেসরকারি হাসপাতালে। কলকাতায় মৃত্যু হল এক শিশুর। 'পরিস্থিতি নিয়ন্ত্রণে', দাবি স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন: Health Commission: লাইফ সাপোর্ট সিস্টেম খুলতেই রোগীর মৃত্যু! নামী হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

গত বছর রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি। সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। এমনকী, মৃত্যু  হয়েছিল ৩০ জনের। আর এবছর? স্বাস্থ্যভবন সূত্রে খবর, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি! নদিয়ার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

জানা গিয়েছে, মৃত শিশুর বাড়ির পিকনিক গার্ডেন। বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেদিনই ওই শিশুটিকে স্থানান্তরিত করা হয় Pediatric intensive care unit বা পিকুতে। হাসপাতাল সূত্রে খবর, পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয়। শেষপর্যন্ত শনিবার মৃত্যু।

এদিকে রাজ্য ডেঙ্গির প্রকোপ বাড়লেই প্লেটলেটের আকাল দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় এবার গাইডলাইন জারি করল স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবনের গাইডলাইন
------------------------
'রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নীচে গেলে প্লেটলেট দেওয়া যাবে'

'যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার  প্রয়োজন নেই'

'কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে'

আরও পড়ুন: Dengue: ডেঙ্গি আক্রান্তকে কখন দিতে হবে প্লেটলেট? গাইডলাইন জারি স্বাস্থ্যভবনের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.