ফের ডেঙ্গির থাবা বাগুইআটিতে, প্রসবের ১১ দিনের মাথায় মৃত্যু পুলিসকর্মীর

সূত্রের খবর, কালীপুজোর আগের দিনই প্রসব যন্ত্রণা নিয়ে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রুনু। এরপর এক কন্যা সন্তানের জন্মও দেন তিনি। সন্তান জন্ম দেওয়ার প্রায় ১১ দিনের মধ্যেই মৃত্যু হয় রুনুর। 

Updated By: Nov 6, 2019, 01:41 PM IST
ফের ডেঙ্গির থাবা বাগুইআটিতে, প্রসবের ১১ দিনের মাথায় মৃত্যু পুলিসকর্মীর

নিজস্ব প্রতিবেদন: ফের ডেঙ্গির প্রকোপ। এবার খাস কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিস কনস্টেবলের। বুধবার রুনু বিশ্বাস নামে বছর ৩৫-এর ওই মহিলার মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, বাগুইআটি অস্বিনী নগরের ওই বাসিন্দা আমহার্ট স্ট্রিট থানায় কর্মরত ছিলেন।

সূত্রের খবর, কালীপুজোর আগের দিনই প্রসব যন্ত্রণা নিয়ে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রুনু। এরপর এক কন্যা সন্তানের জন্মও দেন তিনি। সন্তান জন্ম দেওয়ার প্রায় ১১ দিনের মধ্যেই মৃত্যু হয় রুনুর। পরিবারের অভিযোগ, ডেঙ্গি হওয়া সত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে গিয়েও প্রসব করানো হয়েছে।

আরও পড়ুন: বিড়লা সাম্রাজ্যের শতবর্ষে ফিরে দেখা চটকল নগরী বিড়লাপুরকে

গ্রীষ্ম, বর্ষা কেটে গেলেও কমছে না ডেঙ্গির প্রকোপ। সরকারিভাবে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩ হলেও। বেসরকারিভাবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৬। আর তাতেই স্বাভাবিকভাবেই চিন্তায় শহরবাসী।

Tags:
.