সদস্য সংখ্যা বাড়াতে কাল কলকাতার মেট্রো চ্যানেলে আম আদমির সভা

দিল্লির মসনদে বসার পর এবার লক্ষ্য ২০১৪-র লোকসভা ভোট। তাই দেশজুড়ে সদস্য সংখ্যা বাড়াতে চায় আম আদমি পার্টি। সেই লক্ষ্যে আগামিকাল ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজয় উত্সব পালন করবে আম আদমি পার্টির কলকাতা শাখা। পাশাপাশি নেওয়া হচ্ছে সদস্য সংগ্রহ কর্মসূচি। সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত চলবে এই কর্মসূচি।

Updated By: Dec 28, 2013, 07:21 PM IST

দিল্লির মসনদে বসার পর এবার লক্ষ্য ২০১৪-র লোকসভা ভোট। তাই দেশজুড়ে সদস্য সংখ্যা বাড়াতে চায় আম আদমি পার্টি। সেই লক্ষ্যে আগামিকাল ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজয় উত্সব পালন করবে আম আদমি পার্টির কলকাতা শাখা। পাশাপাশি নেওয়া হচ্ছে সদস্য সংগ্রহ কর্মসূচি। সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত চলবে এই কর্মসূচি।

লক্ষ্য লোকসভা নির্বাচন। দিল্লিতে ঝাঁটার যাদু কাজ করায় উজ্জীবিত দেশের আম আদমি পার্টি কর্মীরা। তবে শুধু দিল্লির জনপ্রিয়তা দিয়ে গোটা দেশের ৫৪৫টি লোকসভা আসনে তেমন সাড়া ফেলা যাবেনা। বুঝতে পারছে আম আদমি পার্টি। এবার তাই অরবিন্দ কেজরিওয়াল ম্যাজিক গোটা দেশে ছড়িয়ে দিতে চায় আপ। তারই প্রথম পদক্ষেপ হিসেবে দেশের ১৭ টি রাজ্যে একযোগে শুরু হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান।

পশ্চিমবঙ্গে যা শুরু হচ্ছে কলকাতার মেট্রো চ্যানেল লাগোয়া ওয়াই রোডে। রবিবার সকাল এগারোটায় অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার বিজয় উত্সবের পাশাপাশি দিনভর চলবে সদস্য সংগ্রহ অভিযান। রাজ্যের মূল চারটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপির সমর্থক এবং সক্রিয় কর্মীদের অবাধ যোগদানের ডাক দিয়ে চলবে অভিযান। তবে মূল টার্গেট থাকবে তরুণ যুবসমাজ, ছাত্র-ছাত্রী, নতুন ভোটাররা, মূলত যাদের কাঁধে ভর দিয়ে লোকপাল বিল ও দিল্লি গণধর্ষণ কান্ডের প্রতিবাদী আন্দোলনে আপের উত্থান। দিল্লির ম্যাজিক কলকাতায় কাজ করবে কিনা তা নিয়ে কিছুটা সংশয়ে আপ। তবে তরুণ যুবসমাজ যে সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া দেবে, তা নিয়ে আশাবাদী আপ-এর রাজ্য শাখার নেতা-কর্মীরা।

.