মায়ের সঙ্গে দেখা হল অভিজ্ঞান, ঐশ্বর্যর
দীর্ঘ প্রায় এক বছর পরে অভিজ্ঞান ও ঐশ্বর্যকে কাছে পেলেন মা সাগরিকা ভট্টাচার্য। নরওয়ে সরকারের আইনের জট কাটিয়ে গতকাল কাকার সঙ্গে দেশে ফিরেছে অভিজ্ঞান এবং ঐশ্বর্য। কিন্তু সেইসময় কোথাও ছিলেন না মা সাগরিকা। শেষপর্যন্ত আজ কাকার বাড়িতেই সন্তানদের কাছে ফিরে পেলেন সাগরিকা।
দীর্ঘ প্রায় এক বছর পরে অভিজ্ঞান ও ঐশ্বর্যকে কাছে পেলেন মা সাগরিকা ভট্টাচার্য। নরওয়ে সরকারের আইনের জট কাটিয়ে গতকাল কাকার সঙ্গে দেশে ফিরেছে অভিজ্ঞান এবং ঐশ্বর্য। কিন্তু সেইসময় কোথাও ছিলেন না মা সাগরিকা। শেষপর্যন্ত আজ কাকার বাড়িতেই সন্তানদের কাছে ফিরে পেলেন সাগরিকা।
মা সন্তানদের সঠিকভাবে যত্ন নেয় না। মূলত এই অভিযোগে প্রায় এক বছর আগে অভিজ্ঞান এবং ঐশ্বর্যকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছিল নরওয়ে সরকার। কোনওভাবেই মাকে সন্তানদের দায়িত্ব দেওয়া যাবে না, এই শর্তে অবশেষে ছাড়া হয়েছে দুজনকে। সাগরিকার ব্যবহার নিয়ে আগেই মুখ খুলেছিলেন তাঁর স্বামী অনুরূপ ভট্টাচার্যও। তবে সন্তানদের কাছে পেয়ে সবকিছুই যেন এখন অনেকটাই গৌণ মায়ের কাছে।
মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ শিশুদুটিকে নিয়ে নিয়ে কলকাতায় নামেন তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর বাড়ির সবচেয়ে ছোটো দুই সদস্যকে কাছে পেয়ে স্বভাবতই স্বস্তিতে ভট্টাচার্য পরিবার। শিশু দুটির সঙ্গে রয়েছেন তাদের কাকা অরুণাভাস ভট্টাচার্য, ঠাকুরদা এবং ঠাকুমা। তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি পরিবারের কোনও সদস্যই। মঙ্গলবার সন্ধে বুধবার অভিজ্ঞান ও ঐশ্বর্যকে নিয়ে যাওয়া হবে তাদের আসানসোলের বাড়িতে।
নরওয়ের আদালত থেকে আইনি রেহাই পেয়ে অভিজ্ঞান ও ঐশ্বর্যর দেশে ফেরার খবরে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।