বই কেনার জন্য বরাদ্দ সরকারি টাকা অপ্রতুল, সমস্যায় ছাত্র-ছাত্রীরা
এবছর মোট ১১টি বিষয়ের বই ছেপে ছাত্রছাত্রীদের মধ্যে তা বিতরণ করবে সরকার। বাকি বই কেনার জন্য সরকার ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেবে। এমনই সিদ্ধান্ত অনুযায়ী এবছর বিভিন্ন স্কুলে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই কেনার জন্য টাকা পাঠিয়েছে সরকার। কিন্তু যে পরিমান টাকা সরকার পাঠিয়েছে তাতে কোথাও ২টি বা ৩টির বেশি বই কেনাই যাচ্ছে না।
এবছর মোট ১১টি বিষয়ের বই ছেপে ছাত্রছাত্রীদের মধ্যে তা বিতরণ করবে সরকার। বাকি বই কেনার জন্য সরকার ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেবে। এমনই সিদ্ধান্ত অনুযায়ী এবছর বিভিন্ন স্কুলে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই কেনার জন্য টাকা পাঠিয়েছে সরকার। কিন্তু যে পরিমান টাকা সরকার পাঠিয়েছে তাতে কোথাও ২টি বা ৩টির বেশি বই কেনাই যাচ্ছে না। ফলে বইয়ের অভাবে রীতিমত সমস্যায় ছাত্রছাত্রীরা।
বই কেনার জন্য এতদিন সর্বশিক্ষা অভিযান প্রকল্প থেকে প্রত্যেক ছাত্রছাত্রী পিছু ২৫০ টাকা দিত সরকার। কিন্তু এবছর থেকে সরকার ওই টাকা দিয়ে নিজেরাই বই ছাপার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে এবছর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি মোট ১১টি বিষয়ের বই ছাপে মধ্যশিক্ষা পর্ষদ। ষষ্ঠ শ্রেণির ৪টি , সপ্তম শ্রেণির ৪টি এবং অষ্টম শ্রেণির ৩টি বিষয়ের বই ছেপেছে পর্ষদ। ছাপার খরচ বাবদ ২৫০ টাকা থেকে নির্দিষ্ট পরিমান টাকা কেটে নিয়ে বাকি টাকা স্কুলগুলিকে পাঠিয়েছে সরকার।
ষষ্ঠ শ্রেণির প্রায় ৪টি বই কেনার জন্য দেওয়া হয়েছে ৭৬ টাকা। সপ্তম শ্রেণির প্রায় ৫টি বই কেনার জন্য দেওয়া হয়েছে ১১৪ টাকা ও অষ্টম শ্রেণির প্রায় ৬টি বই কেনার জন্য দেওয়া হয়েছে ১৭৭ টাকা। কিন্তু এই বরাদ্দ টাকায় নির্দিষ্ট পরিমান বইকেনা কার্যত অসম্ভব দাঁড়িয়েছে। স্কুলগুলির দাবি, এতদিন সরকারের তরফে যখন বরাদ্দ পুরো ২৫০ টাকাই ছাত্রছাত্রীদের দেওয়া হত, তখন প্রায় সব বই কেনা সম্ভব ছিল। হিসেব বলছে, পর্ষদ ষষ্ঠ শ্রেণিতে যে ৩টি বই সরকার নিজে বিতরণ করেছে সেই বইগুলির খরচ বাবদ ১৭৪ টাকা নিজে নিয়ে নিচ্ছে।
অথচ বাকি প্রায় ৪টি বই, যেগুলি বাজার থেকে ছাত্রছাত্রীদের কিনতে হবে সেগুলি কেনার জন্য দিচ্ছে মাত্র ৭৬ টাকা। ফলে কিসের ভিত্তিতে এই হিসেব হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই হিসেবে নিকেশের মাঝে পড়ে বইয়ের অভাবে সমস্যা ছাত্রছাত্রীরা।