Panchayet Election: অভিষেকের নজরে বীরভূম, পঞ্চায়েত ভোটে বাড়তি দায়িত্ব কেষ্ট-ঘনিষ্ঠ ৪ নেতাকে

পঞ্চায়েত ভোটেরও আর বেশ দেরি নেই। কলকাতায় ক্যামাক স্ট্রিটে নিজের অফিসে বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক। 

Updated By: Nov 25, 2022, 09:24 PM IST
   Panchayet Election: অভিষেকের নজরে বীরভূম, পঞ্চায়েত ভোটে বাড়তি দায়িত্ব কেষ্ট-ঘনিষ্ঠ ৪ নেতাকে

প্রবীর চক্রবর্তী: 'অনুব্রতের জায়গায় অন্য কোনও নেতা নয়'। পঞ্চায়েত ভোটে বীরভূমে কেষ্ট-ঘনিষ্ঠ চার নেতাকেই বাড়তি দায়িত্ব দিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, 'কোনও অশান্তি নয়, ভোট শান্তিপূর্ণ করতে হবে। পুরনো কর্মীরা বেশি সময় দিন। লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে'। সূত্রের খবর তেমনই।

প্রায় ৩ জেলায় দলের রাশ ছিল তাঁর হাতেই। অনুব্রত মণ্ডলকে আপাতত কিছুটা স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট। কীভাবে? গোরু পাচারকাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডি গ্রেফতার করেছে কেষ্টকে। আসানসোল সংশোধানাগারে আর নয়, অভিযুক্তকে এবার দিল্লিতে নিয়ে যেতে চেয়ে আদালতে আবেদন করেছেন তদন্তকারীরা। কেন? দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুব্রতও। সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আরও ৭ দিন। পরবর্তী শুনানি  ১ ডিসেম্বর। ফলে এখনই অনুব্রতকে দিল্লিতে নিয়ে যেতে পারবে না ইডি। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে পঞ্চায়েত ভোটেরও আর বেশ দেরি নেই। অনুব্রতের উপস্থিতিতে বীরভূমের তৃণমূল রণকৌশল কী হবে? এদিন ক্যামাক স্ট্রিটের অফিস জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে বীরভূমে অনুব্রতের উত্তরসূরি নিয়ে কোনও আলোচনা হয়নি। এখনই কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বরং অনুব্রতকে সামনেই রেখে পঞ্চায়েতে লড়াই করবে তৃণমূল। তেমনই নির্দেশ দিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন: Mamata Banerjee, Suvendu Adhikari: বিধানসভায় বিজেপি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু...

এর আগে, গত অগস্টে যখন গোরু পাচারকাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করে, তখন বীরভূমে সংগঠন সামলানোর জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ বেশ কয়েকজন নিয়ে কমিটি গড়েন জেলার নেতারাই। পঞ্চায়েত ভোটে এবার কেষ্ট ঘনিষ্ট বিকাশ রায়চৌধুরী, আশিষ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা ও অভিজিৎ সিনহাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  
  

.