Tripura: আহত কর্মীকে দেখতে এসএসকেএম হাসপাতালে Abhishek, বাড়ালেন মনোবল
তৃণমূল (TMC) কর্মী শুভঙ্কর চিকিৎসাধীন উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর ঘরে।
নিজস্ব প্রতিবেদন: গত শনিবার ত্রিপুরায় (Tripura) আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মী শুভঙ্কর দেবনাথ (Suvankar Debnath)। তাঁকে আনা হয়েছিল কলকাতায়। সোমবার শুভঙ্করকে দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM) যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আগরতলায় মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। তার পর মিলনচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণ লাইভ শোনানোর ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, সেখানে তৃণমূলের উপরে চড়াও হয় একদল বিজেপি কর্মী। চলে ভাঙচুর ও মারধর। গুরুতর আহত হন শুভঙ্কর দেবনাথ নামে এক তৃণমূল কর্মী। তাঁকে আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।
শুভঙ্কর ভর্তি উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর ঘরে। এ দিন তাঁকে দেখতে যান অভিষেক (Abhishek Banerjee)। ১০-১৫ মিনিট সেখানে ছিলেন। দলের অসুস্থ কর্মীর সঙ্গে কথা বলেন। তাঁকে সাহস জোগান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন- প্রতিবছর মুখ্যমন্ত্রীর অফিসে ৫০০ পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ, ঘোষণা Mamata-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)