বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে আবির যুদ্ধ

বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে আবির যুদ্ধ। দোকানে দোকানে লাল-সবুজের টি টুয়েন্টি ম্যাচ। দুহাজার এগারোয় একচেটিয়া বাজার মাত করেছিল সবুজ আবির। এবার আর তা নয়। সবুজকে তাল ঠুকে চ্যালেঞ্জ জানাচ্ছে কমরেড আবির। এ হচ্ছে ভোটের দোল। রঙের চোখরাঙানি। লাল  না সবুজ? দাঁড়িপাল্লায় চলছে দর কষাকষি।  দুহাজার এগারোয় পরিবর্তন ঝড়ে আগেই ছিল সবুজের পূর্বাভাস। বাজার হিট সবুজ আবির। এবার ভোটে টি টুয়েন্টির মেজাজ। বাংলার মসনদে কে? কে পরবে নবান্নের মুকুট?

Updated By: May 14, 2016, 10:30 PM IST
বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে আবির যুদ্ধ

ওয়েব ডেস্ক: বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে আবির যুদ্ধ। দোকানে দোকানে লাল-সবুজের টি টুয়েন্টি ম্যাচ। দুহাজার এগারোয় একচেটিয়া বাজার মাত করেছিল সবুজ আবির। এবার আর তা নয়। সবুজকে তাল ঠুকে চ্যালেঞ্জ জানাচ্ছে কমরেড আবির। এ হচ্ছে ভোটের দোল। রঙের চোখরাঙানি। লাল  না সবুজ? দাঁড়িপাল্লায় চলছে দর কষাকষি।  দুহাজার এগারোয় পরিবর্তন ঝড়ে আগেই ছিল সবুজের পূর্বাভাস। বাজার হিট সবুজ আবির। এবার ভোটে টি টুয়েন্টির মেজাজ। বাংলার মসনদে কে? কে পরবে নবান্নের মুকুট?

লাল- না সবুজ? চলছে চুলচেরা বিশ্লেষণ। ধন্দ কাটছে না। এবারের ভোটের গায়ে কেমন যেন কিরীটি কিরীটি গন্ধ । রহস্যে মোড়া উনিশে মে।   রাজনৈতিক বিশ্লেষক, দুঁদে সাংবাদিক, ব্যোমকেশ বক্সি  কিম্বা ফেলু মিত্তিরের মতো খুঁজে চলেছেন ভোটের কেমিস্ট্রি। ফেলু দা(সোনার কেল্লা)না রে তপসে আর নিশ্চিন্ত থাকা গেল না...ব্যালট রহস্যের  কিনারায় যখন ব্যস্ত তামাম বাংলা। তখন বাংলার আবিরই বা বাদ যায় কেন? সেখানেও লাল-সবুজের তুমুল যুদ্ধ। ব্যবসায়ীরাও ধন্দে,ক্রেতাও মরছেন মাথা চুলকে...উনিশে মে বাক্স রহস্যের কিনারা হবে। সেদিনই স্পষ্ট হবে কোন আবিরে রঙিন হবেআকাশ ? সবুজের অভিযান, না রক্তিম অভিনন্দন , কী অপেক্ষা  করছে  বাংলার ভাগ্যাকাশে?

.