রাতের শহরে দুর্ঘটনা কবলে উঠতি ডান্স প্রতিভা, অভিযুক্ত পুলিশ কর্মী
টলিউডে কাজ না থাকায় একটি ফুড ডেলিভারি সংস্থায় যোগ দেন জখম যুবক।
রণয় তেওয়ারি: একটা দুর্ঘটনা। আর তাতেই চোখের সামনে ভেঙে চুরমার এত বছর ধরে একটু একটু করে গড়ে তোলা স্বপ্নগুলো৷ কলকাতার ডান্স প্রতিভা ভিকি আজ শয্যাসায়ী৷ শেষ হতে বসেছে শহরের আরও এক উঠতি প্রতিভা৷
টালিগঞ্জের বাসিন্দা ভিকি দাস, বয়স ২৭৷ পেশায় ডান্সার, কোরিওগ্রাফার৷ তবে এখন টলিউডে কাজ না থাকায়, দু’দিন হল একটি সংস্থায় ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করছিলেন৷ কিন্তু শুক্রবার রাতে ঘটল অঘটন৷ খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় যোধপুর পার্কের অশোক নার্সিংহোমের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ অভিযোগ, এক পুলিস কর্মী বুলেট দিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেন৷ পড়ে গিয়ে শরীরের একাধিক জায়গায় চোট পান ভিকি৷ তাঁর পাঁজরে গুরুতর চোট ধরা পড়ে৷ ভিকির অভিযোগ, ঘটনার সময় মদ্যপ অবস্থায় প্রবল গতিতে বাইক চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিস কর্মী৷ ইতিমধ্যে ওই পুলিস কর্মীর বিরুদ্ধে লেক থানায় অভিযোগও দায়ের করেছেন ভিকি৷
আরও পড়ুন: টাকার বিনিময়ে সেচ দফতরে চাকরি! কলকাতা পুলিসের হাতে পাকড়াও Suvendu ঘনিষ্ঠ
তাঁকে কমপক্ষে তিন মাস বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা৷ আর তাতেই ভিকিকে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে৷ একদিকে এখন সংসার কীভাবে চলবে, সেই চিন্তা৷ অন্যদিকে, পরবর্তী সময়ে আর নাচের জগতে ফিরতে পারবেন কিনা, সেটাও ভাবাচ্ছে৷
আরও পড়ুন: ভারতের কোনায় কোনায় মমতার বার্তা, দায়িত্ব নিয়েই আগামীর লক্ষ্য বাঁধলেন Abhishek
জানা গিয়েছে, ছোট থেকেই বড় ডান্সার হওয়ার স্বপ্ন দেখতেন ভিকি৷ নিজের স্বপ্ন সত্যি করার পথে একটু একটু করে এগিয়েও যাচ্ছিলেন তিনি৷ ‘সুপার ডান্সার চ্যাপ্টার ১’, ‘সুপার গুরু’-র মতো ডান্স রিয়্যারিটি শোতে অংশগ্রহণ করেন৷ জি টিভিতে ‘ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ৪’-এ সেকেন্ড রানার আপ হন৷ টলিউডের দুটো সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট করিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ভিকি৷