নারদকাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্তেরা, বুধবার মামলার শুনানি

তৃণমূল নেতাদের হয়ে আদালতে সওয়াল অভিষেক মনু সিংভির।

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: May 18, 2021, 04:23 PM IST
নারদকাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্তেরা, বুধবার মামলার শুনানি

নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত মিলেছিল আগেই। নারদ মামলায় জামিনে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়রা। আগামিকাল অর্থাত্‍ বুধবার মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে।

গতকাল দিনভর নারদা মামলা নিয়ে তোলপাড় চলে রাজ্য় রাজনীতিতে। শেষপর্যন্ত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে জামিন দেয় সিবিআই-র বিশেষ আদালতে। মামলাটি নাটকীয় মোড় নেয় রাতে। নিম্ম আদালতের জামিন রায়ে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। এরপর কড়া পুলিসি প্রহরায় ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনকে আনা হয় প্রেসিডেন্সি সংশোধানাগারে। 

আরও পড়ুন: শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন? নারদ কাণ্ডে জনস্বার্থ মামলায় নয়া সংযোজন

জেলযাত্রার সময়ে কান্নায় ভেঙে পড়েন ফিরহাদ। 'কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না', বিজেপিকে নিশানা করেন তিনি। এদিকে আবার কাকভোরে প্রেসিডেন্সি সংশোধানাগারে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। দু'জনেই এখন ভর্তি এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে।

আরও পড়ুন: ‘নারদ স্টিং ভুয়ো নয়’, CFSL-এর এই রিপোর্টই এবার CBI-এর হাতিয়ার

এদিন হাইকোর্টে প্রধানবিচারপতি এজলাসে জামিন রায়ে স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংহি। আজই মামলাটির শুনানির আর্জিও জানান তিনি। তবে, আগামিকাল অর্থাত্‍ বুধবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কোন যুক্তিতে স্থগিতাদেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হল? ধৃত ৪ নেতার বক্তব্য, তাঁদের বাদ দিয়ে কার্যত একতরফাভাবে মামলাটির শুনানি হয়েছে। সেকারণেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।

.