ইবোলা প্রতিরোধে ব্যবস্থা নিক রাজ্য সরকার, দাবি অধীরের

মারণ ব্যাধি ইবোলা প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নিক রাজ্য সরকার। চালু করা হোক দিল্লির মতো হেল্পলাইন ডেস্ক। দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Updated By: Aug 10, 2014, 06:30 PM IST
 ইবোলা প্রতিরোধে ব্যবস্থা নিক রাজ্য সরকার, দাবি অধীরের

কলকাতা: মারণ ব্যাধি ইবোলা প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নিক রাজ্য সরকার। চালু করা হোক দিল্লির মতো হেল্পলাইন ডেস্ক। দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

এনসেফ্যালাইটিস নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার। মৃতের সংখ্যা কত, তা নিয়ে ধোঁয়াশা রেখে দেওয়া হচ্ছে। অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। দিল্লি ও পুণের মতো কলকাতাতেও ভাইরোলজি সেন্টার খোলার দাবি জানিয়েছেন তিনি।

মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস বইয়ে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকীদের মতো বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। চব্বিশ ঘণ্টার খবরেই প্রথমে সামনে আসে সেই তথ্য। অবিলম্বে পাঠ্যবইয়ের এই ত্রুটি সংশোধনের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর রঞ্জন চৌধুরী।  

 

.