Kishore Datta Resigned: রাজ্যের অ্যাডভকেট জেনারেল কিশোর দত্তর পদত্যাগ

পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাজ্যপাল।

Updated By: Sep 14, 2021, 03:39 PM IST
Kishore Datta Resigned: রাজ্যের অ্যাডভকেট জেনারেল কিশোর দত্তর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের অ্যাডভকেট জেনারেলের (Advocate General) পদ থেকে সরে দাঁড়ালেন কিশোর দত্ত (Kishore Datta)। রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Governor West Bengal Jagdeep Dhankhar) পদত্যাগ পত্র পাঠলেন তিনি। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাজ্যপাল।

টুইটারে খবরটি জানান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি লেখেন, "সংবিধানের ১৬৫ নম্বর আর্টিক্যাল অনুযায়ী বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের অ্য়াডভকেট জেনারেল কিশোর দত্তর পদত্য়াগ গ্রহণ করলাম।" ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কিশোর দত্ত (Kishore Datta)। কেবল রাজ্যপাল নয়, মুখ্যসচিব এবং আইনমন্ত্রীকেও পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 

আরও পড়ুন: WB By-Poll : ৩০ ভোট, রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন: Coal case: 'অল্প সময়ে দিল্লি যাওয়া সম্ভব নয়', ইডি দফতরে হাজিরায় 'না' মলয় ঘটকের

সাড়ে ৪ বছর দায়িত্ব সামলানোর পর পদ থেকে সরে গেলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত (Kishore Datta)। তৃণমূল শাসনের গত ১১ বছরে এই নিয়ে চারজন অ্যাডভকেট জেনারেল পদ ছাড়লেন। ২০১৭-র ফেব্রুয়ারি থেকে জয়ন্ত মিত্রর জায়গায় দায়িত্ব নেন কিশোর দত্ত (Kishore Datta)। অনিন্দ্য মিত্র, বিমল চট্টোপাধ্যায়ও এই সরকারের আমলে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলান।

.