২০ ঘন্টা পর, ঘেরাও মুক্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

২০ ঘণ্টার টানাপোড়েনের শেষ। ঘেরাও মুক্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আলোচনার পরই শেষপর্যন্ত ঘেরাও তুলে নিলেন ছাত্রছাত্রীরা।

Updated By: Aug 6, 2016, 07:58 PM IST
২০ ঘন্টা পর, ঘেরাও মুক্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

ওয়েব ডেস্ক : ২০ ঘণ্টার টানাপোড়েনের শেষ। ঘেরাও মুক্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আলোচনার পরই শেষপর্যন্ত ঘেরাও তুলে নিলেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন- মেধাতালিকা নিয়ে অসন্তোষ, সতেরো ঘণ্টা পরেও ঘেরাও প্রেসিডেন্সির রেজিস্ট্রার

সমস্যার শুরু স্নাতকে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা নেওয়া ঘিরে। পরীক্ষা নিয়ে বর্ণানুক্রমে প্রাথমিক মেধাতালিকা প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এভাবে মেধাতালিকা প্রকাশে ক্ষোভে ফেটে পড়েন একদল ছাত্রছাত্রী। তাঁদের দাবি, এভাবে মেধা বিচার করা যায় না। কারণ এই মেধা তালিকায় RANK না নম্বর কোনওটাই নেই।  সকালে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার। কিন্তু, তাতে  বরফ গলেনি। শেষ পর্যন্ত ঘেরাও তুলে নিলেন তাঁরা।

আরও পড়ুন- পাঁচ বছরের শিশুকে অমানবিক শাস্তি গৃহশিক্ষিকার!

.