আগরপাড়ায় গুলির লড়াই, দুষ্কৃতীর মৃত্যু

দু`দল দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াইয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায়। শুক্রবার সন্ধেয় আগরপাড়ার নয়াবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম গুড্ডু। ওই যুবকের বিরুদ্ধে পুলিসের খাতায় একাধিক দুষ্কর্মের অভিযোগও রয়েছে।

Updated By: Apr 21, 2012, 03:15 PM IST

দু`দল দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াইয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায়। শুক্রবার সন্ধেয় আগরপাড়ার নয়াবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম গুড্ডু।  ওই যুবকের বিরুদ্ধে  পুলিসের খাতায় একাধিক দুষ্কর্মের অভিযোগও রয়েছে। দুপক্ষের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে আহত হন ২ জন পথচারীও। আহতদের মধ্যে ছ`বছরের এক শিশুও রয়েছে।  
শুক্রবার সন্ধে ছ`টায় হঠাত্‍‍ই গুলির শব্দে কেঁপে ওঠে আগরপাড়া নয়াবস্তি এলাকা। কিছু বুঝে ওঠার আগেই দেখা যায়, এক যুবকের গুলিবিদ্ধ দেহ পড়ে আছে রাস্তায়। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত যুবকের নাম গুড্ডু। তার নামে পুলিসের খাতায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াইয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 দু`পক্ষের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে আহত হন আরও  ২  পথচারী। আহতদের মধ্যে ছ`বছরের একটি শিশুও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর থানার পুলিস।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকা দখলকে কেন্দ্র করেই দুদল দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বাধে। মোট ৮ রাউন্ড গুলি চলে দুপক্ষের মধ্যে। 

.