সিইএসসি`তে বিক্ষোভ
সিএসসিতে নতুন করে মাশুল বৃদ্ধি করা চলবে না। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও গৃহস্থকে একটাকা ইউনিট দরে বিদ্যুত্ দিতে হবে। কৃষিক্ষেত্রে কম দামে বিদ্যুত্ দিতে হবে ও নতুন সরকারকে জনস্বার্থে বিদ্যুত্ নীতি ঘোষণা করতে হবে।
সিএসসিতে নতুন করে মাশুল বৃদ্ধি করা চলবে না। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও গৃহস্থকে একটাকা ইউনিট দরে বিদ্যুত্ দিতে হবে। কৃষিক্ষেত্রে কম দামে বিদ্যুত্ দিতে হবে ও নতুন সরকারকে জনস্বার্থে বিদ্যুত্ নীতি ঘোষণা করতে হবে। এরকমই একাধিক দাবিতে বিদ্যুত্ গ্রাহক সংগঠন `অ্যাবেকা` বিক্ষোভ সমাবেশ করল মেট্রো চ্যানেলে। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে চেয়ে কোনও সাড়া না পাওয়ায় বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত প্রায় আধঘন্টা ডোরিনা ক্রশিং অবরোধ করে আন্দোলনকারীরা। বিদ্যুত্মন্ত্রী দেখা করার আশ্বাস দেওয়ায় পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধের জেরে বির্পযস্ত হয়ে পড়ে ধর্মতলা চত্বরে যানচলাচল।