ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে

ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। স্কুল চত্বরে বিক্ষোভ অভিভাবকদের। এই বিক্ষোভে সামিল হয়েছে স্কুলের কিছু পড়ুয়াও। এবছর প্রায় পঁচিশ শতাংশ ফি বাড়িয়েছে স্কুল। সব ক্লাসেই গড়ে সাড়ে তিনশ টাকা ফি বেড়েছে। আর এতেই রাজি নন অভিবাবকরা।

Updated By: Feb 16, 2017, 10:46 PM IST
ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে

ওয়েব ডেস্ক: ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। স্কুল চত্বরে বিক্ষোভ অভিভাবকদের। এই বিক্ষোভে সামিল হয়েছে স্কুলের কিছু পড়ুয়াও। এবছর প্রায় পঁচিশ শতাংশ ফি বাড়িয়েছে স্কুল। সব ক্লাসেই গড়ে সাড়ে তিনশ টাকা ফি বেড়েছে। আর এতেই রাজি নন অভিবাবকরা।

তাঁরা বলছেন, কম্পিউটার বা অন্য এক্সট্রা ক্যারিকুলার অ্যাকটিভিটিতে যোগ না দিলেও টাকা দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে বৈঠকও হয় স্কুলে। কিছু ফি কমাতেও রাজি হয় কর্তৃপক্ষ। তবে পুরো বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবিতে অনড় অভিবাবকরা। প্রত্যাহার না হলে তাঁরা স্কুলে ফিস দেবেন না বলে জানিয়েছেন। (আরও পড়ুন- হাসপাতালে তাণ্ডব, সিএমআরআই এর পর এবার অশান্তি এসএসকেএমে )

.