আগামী ২৪ নভেম্বর কলকাতায় Airtel ম্যারাথন, শুরু হল রেজিস্ট্রেশন

শুরু হল এয়ারটেল রান ফর এডুকেশন ম্যারাথনের রেজিস্ট্রেশন। পেশাদার না হলেও অংশ নেওয়া যাবে এই দৌড়ে।

Updated By: Aug 10, 2019, 04:28 PM IST
আগামী ২৪ নভেম্বর কলকাতায় Airtel ম্যারাথন, শুরু হল রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদন : প্রায় ৫ বছর আগে শহরে শুরু হয়েছিল এয়ারটেলের রান ফর এডুকেশন হাফ ম্যারাথন। "শিক্ষার মাধ্যমে স্বাধীনতা", আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতেই এয়ারটেলের এই প্রয়াস। ২০১৪ সাল থেকেই কলকাতায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে এয়ারটেল ম্যারাথন। সময়ের সঙ্গে সঙ্গে সেই জনপ্রিয়তা বেড়েছে। এ বছর ষষ্ঠ এয়ারটেল ম্যারাথন হতে চলেছে ২৪ নভেম্বর। শুক্রবার শুরু হল এয়ারটেল রান ফর এডুকেশন ম্যারাথনের রেজিস্ট্রেশন। পেশাদার না হলেও অংশ নেওয়া যাবে এই দৌড়ে।

এয়ারটেল রান ফর এডুকেশন ২০১৯-এ তিনটি ক্যাটেগরিতে অংশ নেওয়া যাবে। ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার- তিনটি দূরত্বের ম্যারাথনে দেওয়া যাবে নাম। ২৪ নভেম্বর ২০১৯-এ সল্টলেক সিটি সেন্টার থেকে ভোর ৪.৪৫ মিনিটে শুরু হবে ম্যারাথন। প্রায় ৮০০০ জন অংশগ্রহণকারী নাম দেবে বলে আশা করছে এয়ারটেল।

প্রতি বছরের মতোই ফান্ড রেজিং ইভেন্ট হিসাবে ম্যারাথনের আয়োজন করছে এয়ারটেল। ম্যারাথনের ফান্ড রেজিং-এর টাকা থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার খাতে খরচ করবে সংস্থা।

.