Bangla Awas Yojana: অভিযোগ, আবাসের তালিকা থেকে বেশ কিছু নাম বাদ পড়েছে, তেমনি বাড়ি রয়েছে, এমন অনেকের নামও রয়েছে তালিকায়। জেলায় জেলায় চলছে বিক্ষোভ।
প্রবীর চক্রবর্তী: গরিবের বাড়িতে 'দুর্নীতির হাত'? রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আবাস-বিক্ষোভ অব্যাহত, তখন সমীক্ষার রিপোর্ট নিয়ে 'বিচলিত' না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বললেন, 'যাঁদের নাম নথিভুক্ত আছে, তাঁরা টাকা পাবেন। রাজ্য টাকা দেবে'।
আরও পড়ুন: Manoranjan Byapari: 'নিজের বুথে যে জিততে পারে না, সে যদি বলে...', ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক...
প্রধানমন্ত্রী আবাস যোজনা ধাঁচে এবার বাংলা আবাস যোজনা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্জনার অভিযোগ তুলে নয়া প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুজো আগে সেপ্টেম্বরে তিনি জানিয়েছিলেন, মানুষকে আবাসের টাকা রাজ্যই। কবে? চলতি বছরের ডিসেম্বরে বাড়ির তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। টাকা বিলির আগে এখন আবাসের তালিকা স্কুটিনি করছে প্রশাসন। আর তাতেই ঘটেছে বিপত্তি।
অভিযোগ, আবাসের তালিকা থেকে বেশ কিছু নাম বাদ পড়েছে, তেমনি বাড়ি রয়েছে, এমন অনেকেও নাম রয়েছে তালিকা। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা বলেন, '১৪ নভেম্বর পর্যন্ত আবাস যোজনার সমীক্ষা চলবে। যাঁদের নাম লিস্টে ছিল, তাঁরা বাড়ি তৈরির টাকা পাবেন। যদি না তাঁরা কোথাও চলে যান বা নিজের টাকায় আগেই বাড়ি তৈরি করে ফেলেন। যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, বাড়ি পাওয়া তাঁদের নৈতিক অধিকার। কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্য টাকা দেবে'।
এর আগে, দুপুরে নবান্নে আবাস যোজনা নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রতিটি জেলার জেলাশাসককে মানবিক ভিত্তিতে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি। বস্তুত, মঙ্গলবার মুখ্যমন্ত্রীও বলেছেন, তালিকা থেকে যোগ্য কারও নাম যাতে বাদ না যায় সেজন্যই রি-চেক করতে হবে। কিন্তু তাতেও ক্ষোভ কমছে না।
.(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 135/9
|
VS |
GER
137/6(18 ov)
|
Germany beat Tanzania by 4 wickets | ||
Full Scorecard → |
BRN
(20 ov) 207/2
|
VS |
GER
161/8(20 ov)
|
Bahrain beat Germany by 46 runs | ||
Full Scorecard → |