জলবন্দি পুলিস

অবরোধ তোলা যাঁদের কাজ, তাঁরাই অবরুদ্ধ। জলমগ্ন আলিপুর বডিগার্ড লাইন। জলবন্দি পুলিস।

Updated By: Aug 2, 2015, 07:46 PM IST
জলবন্দি পুলিস

ওয়েব ডেস্ক: অবরোধ তোলা যাঁদের কাজ, তাঁরাই অবরুদ্ধ। জলমগ্ন আলিপুর বডিগার্ড লাইন। জলবন্দি পুলিস।

বৃষ্টিতে থই থই গোটা কলকাতা শহর। কোথাও হাঁটু জল তো কোথাও ডুবেছে ঘর। কিন্তু জলে যতই ডুবুক শহর, কর্তব্যে কামাইয়ের উপায় নেই। অগত্যা, কল অফ ডিউটিতে এভাবেই সাড়া দেওয়া। ভেসে ভেসে জলের ব্যারিকেড ডিঙোনো।  নৌযাত্রা শেষে গাড়ি চলার রাস্তায় পৌছনো। সেখানেও হাঁটু জল। কিন্তু, ইউনিফর্ম ভেজানো চলবে না। আগ্নেয়াস্ত্র থাকতে হবে শুকনো। সময়ে কাজেও যোগ দিতে হবে। কঠিন চ্যালেঞ্জ।  প্রতি বর্ষাতেই এভাবে ডুবে যায় আলিপুর বডিগার্ড লাইন। আর পুলিস বদলে যায় জলপুলিসে।

 

.