সোমবার বিধানসভায় সর্বদল বৈঠক, BJP-র উপস্থিতি নিয়ে রয়েছে ধন্দ

PAC চেয়ারম্যান কাকে করা হচ্ছে, সেই দিকে তাকিয়ে BJP।

Updated By: Jun 25, 2021, 02:16 PM IST
সোমবার বিধানসভায় সর্বদল বৈঠক, BJP-র উপস্থিতি নিয়ে রয়েছে ধন্দ

নিজস্ব প্রতিবেদন: সোমবার বিধানসভায় সর্বদল বৈঠকের ডাক। দুপুর দেড়টায় হবে সেই বৈঠকে। বৈঠকে থাকবেন শাসকদল তৃণমূলের প্রতিনিধিরা। বিরোধীদের তরফে থাকবেন বিজেপির প্রতিনিধিরা এবং ISF-এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন।

সূত্রের খবর, এই সর্বদল বৈঠকে বিজেপির প্রতিনিধিরা থাকবেন কিনা, তা নির্ভর করছে PAC-র চেয়ারম্যানের কে হবে তার উপর। পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদের জন্য বিজেপির তরফে যাঁদের নাম জমা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে কেউ চেয়ারম্যান হলে, বৈঠকে থাকবেন বিজেপি প্রতিনিধিরা। আর যদি অন্য কাউকে PAC চেয়ারম্যান করা হয়, তবে সম্ভবত সর্বদল বৈঠক বয়কট করতে পারে বিজেপি। শুক্রবার বেলা ৩টে পর্যন্ত PAC চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা রয়েছে। সূত্রের খবর, আজই PAC-র চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। সম্ভবত সেই চেয়ারম্যান নির্বাচন দেখেই বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে গেরুয়া শিবির। আগামী ২ জুলাই রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার অধিবেশন।

আরও পড়ুন: কোথা থেকে 'টিকা' কেনেন ধৃত দেবাঞ্জন? Zee ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে চাঞ্চল্য

আরও পড়ুন: Kasba Fake Vaccine Case: দেবাঞ্জনের টিমের সদস্যরা কি ডাক্তার-নার্স? তদন্তে পুলিস

পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিলের দাবিতে প্রথম থেকেই সরব বিজেপি (BJP)। যদিও তাঁদের আপত্তি ধোপে টেকেনি। স্ক্রুটিনির পর ইতিমধ্যে মুকুলের মনোনয়ন গ্রহণ করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক যে PAC চেয়ারম্যান হতে পারেন, ইতিমধ্যে সেই ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

.