বিএড দুর্নীতির অভিযোগ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে

বিশ্ববিদ্যালয়ের মার্কশিট। অথচ বিশ্ববিদ্যালয়ই বলছে জাল! ফের বিএড দুর্নীতির অভিযোগ রাজ্যে। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। দুর্নীতিতে জড়িয়ে বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন কর্মী। চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে ঘুঘুর বাসার পর্দা ফাঁস!

Updated By: Feb 24, 2017, 10:50 PM IST
বিএড দুর্নীতির অভিযোগ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে

ওয়েব ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের মার্কশিট। অথচ বিশ্ববিদ্যালয়ই বলছে জাল! ফের বিএড দুর্নীতির অভিযোগ রাজ্যে। এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। দুর্নীতিতে জড়িয়ে বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন কর্মী। চব্বিশ ঘণ্টার অন্তর্তদন্তে ঘুঘুর বাসার পর্দা ফাঁস!
 
গোবরডাঙা হিন্দু কলেজে বিএড পড়তেন হারাধন গায়েন। ফাইনালে সাপ্লি পান। পিলার-টু পোস্ট ছুটে শেষ পর্যন্ত বছর খানেক পরে রিভিউ মার্কশিট পান হারাধন। কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট আনতে গিয়ে,  এ কি, হারাধনের তো মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়!

বারাসতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। একাধিক কলেজ থেকে উঠছে একই অভিযোগ। টাকা নিয়ে মার্কশিট দিচ্ছে কল্ট্রোলারের অফিস। একাধিক ছাত্রের অভিযোগ। কী বলছেন কন্ট্রোলার আর তাঁর সহকারী? রীতিমতো ডিনায়াল মোডে দুই আধিকারিক...কোনও দায়ই নিচ্ছেন না তাঁরা। (আরও পড়ুন- ক্ষতিপূরণ মামলায় হাইকোর্টের তোপের মুখে রাজ্য সরকার)

.