EXPLAINED | Gautam Gambhir: রোহিতদের অস্ট্রেলিয়ায় রেখে দেশে ফিরলেন জিজি! কিন্তু কেন? এবার কী হবে!

Border-Gavaskar Trophy 2024-25: ক্যাপ্টেন যোগ দেওয়ার পরেই দল ছেড়ে দেশে ফিরছেন হেড কোচ গৌতম গম্ভীর। আপতকালীন পরিস্থিতিতে ফিরতে হয়েছে তাঁকে। 

Updated By: Nov 26, 2024, 12:13 PM IST
EXPLAINED | Gautam Gambhir: রোহিতদের অস্ট্রেলিয়ায় রেখে দেশে ফিরলেন জিজি! কিন্তু কেন? এবার কী হবে!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়া থেকে তড়িঘড়ি দেশে ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। জানা গিয়েছে, পার্থ টেস্টের পরেই দল ছেড়ে হঠাৎ ব্যক্তিগত কাজে দেশে চলে আসছেন তিনি। তবে আপাতত দেশে ফিরলেও দ্বিতীয় টেস্টের আগেই আবার দলের সঙ্গে যোগ দেবেন গৌতম। র্ডার-গাভাসকর ট্রফির মাঝে ভারতীয় স্কোয়াডের কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের দল ছেড়ে দেশের ফেরার কোনও পরিকল্পনা ছিল না।

আরও পড়ুন, IPL 2025 Auction: মল্লিকার পরের পর ভুল, লাখ লাখ টাকা গচ্চা গুজরাত-হায়দরাবাদের, মাথা ঠুকছেন মালিকরা

কিন্তু আপতকালীন পরিস্থিতিতে ফিরতে হচ্ছে গম্ভীরকে। শনিবার থেকে শুরু প্রস্তুতি ম্যাচ। কিন্তু দলের সঙ্গে ক্যানবেরা যাবেন না গম্ভীর। তিনি দেশে ফিরে আসছেন। যদিও ৬ ডিসেম্বর অ্যাডিলেডে পিঙ্ক টেস্ট শুরু হবে। তার আগেই টিমের সঙ্গে দেখা যাবে গম্ভীরকে। এক জাতীয় সংবাদমধ্যমের খবর অনুযায়ী, 'তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং দ্বিতীয় টেস্ট শুরুর আগে আবার যোগ দেবেন। তিনি ব্যক্তিগত কারণের কথা বলেছেন এবং বিসিসিআইও তাঁর অনুরোধ মেনে নিয়েছে।’

গম্ভীরের অনুপস্থিতিতে, ভারতের অনুশীলন তদারকি করবেন সহকারী কোচ অভিষেক নাইয়ার, রায়ান টেন ডেসকাট, বোলিং কোচ মরনে মরকেল ও ফিল্ডিং কোচ টি দিলীপ। আর কোচদের সঙ্গে থাকবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাও। দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রথম টেস্ট মিস করে সোমবার পার্থে অনুশীলনে সময় কাটাতেও দেখা গেছে রোহিতকে। 

আরও পড়ুন, IPL 2025 Auction: ছিলেন বিদেশের বিখ্যাত ফুটবল ক্লাবে! ৯.২৫ কোটিতে বিশ্বরেকর্ডধারী ভারতীয় মুম্বইয়ে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.