'বাংলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ মমতা', হাওড়ার ঘটনায় সেনা নামানোর প্রসঙ্গ আনলেন অমিত মালব্য

''বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আইন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। দাঙ্গাবাজরা ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করার পরও প্রশাসন দাঙ্গাবাজদের কাছে নীরব দর্শক হয়ে থেকেছে।''

Updated By: Jun 11, 2022, 03:23 PM IST
'বাংলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ মমতা', হাওড়ার ঘটনায় সেনা নামানোর প্রসঙ্গ আনলেন অমিত মালব্য
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বাংলার রাজ্যে বেড়ে চলা বিক্ষোভ-অবরোধের জেরে বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ করে প্রশাসন। তাতেও সমস্যার সমাধান হয়নি। হাওড়া, পার্কসার্কাসের মতো এলাকার অশান্তির ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, ''আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?''

মমতার এই বক্তব্যেই পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লেখেন, ''বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আইন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। দাঙ্গাবাজরা ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করার পরও প্রশাসন দাঙ্গাবাজদের কাছে নীরব দর্শক হয়ে থেকেছে। যদি তিনি কাজ করতে অক্ষম হন তবে তার উচিত রাজ্যপালকে সেনা মোতায়েন করার জন্য অনুরোধ করা।''

মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য জেরে বিক্ষোভ-অবরোধ। শুক্রবার থেকেই উত্তাল হাওড়া। উলুবেড়িয়ায় পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ! পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ করে প্রশাসন। সোমবার পর্যন্ত জেলাজুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। প্রায় জনজীবন অবরূদ্ধ হওয়ার পরিস্থিতি। 

নূপুর শর্মার মন্তব্য বিতর্ক ঘিরে রণক্ষেত্র এ রাজ্য। দিকে দিকে অবরোধ, ভাঙচুর হয়েছে। পুলিসের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া এবং বিজেপি কার্যলয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় হাওড়ারকাণ্ডে পদ্মশিবিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, Nupur Sharma Row: ঘর থেকে বের হতেই বিজেপি কর্মী-পুলিস তুলকালাম, শেষপর্যন্ত হওড়ার পথে সুকান্ত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.