কৈলাশ, দিলীপকে সঙ্গে নিয়ে কালীঘাটে অমিত শাহ, পুজো দিলেন দেশের নামে

 মন্দিরের পুরোহিত জানিয়েছেন, নিজের নামে পুজো দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি দেশের নামেও পুজো দিয়েছেন তিনি। 

Reported By: বিক্রম দাস | Updated By: Mar 1, 2020, 05:06 PM IST
কৈলাশ, দিলীপকে সঙ্গে নিয়ে কালীঘাটে অমিত শাহ, পুজো দিলেন দেশের নামে

নিজস্ব প্রতিবেদন: দিল্লির CAA বিরোধী অশান্তির আবহেই শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ দিন প্রথমে NSG ভবন উদ্বোধন তার ধর্মতলায় জনসভা সেরে কালিঘাটে পুজো দিতে গেলেন অমিত শাহ সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। অন্যান্য দিন দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত মন্দির বন্ধ থাকলেও আজ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুপুরেও খোলা রাখা হয়েছিল কালীঘাট মন্দির। এদিন কালীঘাটের গর্ভগৃহে গিয়ে পুজো দেন তিনি। যদিও সাংবাদিকদের সঙ্গে কোনও কথাই বলেননি তিনি। মন্দিরের পুরোহিত জানিয়েছেন, নিজের নামে পুজো দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি দেশের নামেও পুজো দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: ৭০ বছরেও দেশের সুরক্ষানীতি স্পষ্ট ছিল না, মোদীর আসার পর তা সুস্পষ্ট হয়েছে: অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয় কালীঘাট মন্দির চত্বর। বন্ধ রাখা হয় মন্দির সংলগ্ন সমস্ত দোকান। আগেই জানানো হয়েছিল কলকাতায় এসে কালীঘাটে পুজো দেবেন অমিত শাহ। পূর্ব নির্ধারিত সময় মতোই কড়া নিরাপত্তার মধ্যে পুজো দেন শাহ। মিনিট দশেক মন্দিরে ছিলেন তিনি। আসার পথে বিভিন্ন জায়গায় চোখে পড়ল গো-ব্যাক শাহ স্লোগান লেখা। যদিও সেই লেখার ওপর দিয়েই এগিয়ে যায় শাহর গাড়ি।

.