সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে চাই অমিত শাহকে, দিলীপের কাছে আবদার প্রদীপ ঘোষের

সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের প্রতিমা গড়তে খরচ পড়বে ১৭ কোটি টাকা। প্রতিমা শিল্পী মিন্টু পাল। কেন এত টাকা খরচ? উদ্যোক্তাদের দাবি, এবার সোনার পাত দিয়ে তৈরি হবে তাদের প্রতিমা। প্রতিমা গড়তে লাগছে ৫০-৬০ কিলো সোনা। 

Updated By: Aug 14, 2019, 07:40 PM IST
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে চাই অমিত শাহকে, দিলীপের কাছে আবদার প্রদীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন: সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। বুধবার এমনই আবেদন নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা প্রদীপ ঘোষ। এবছর সোনার পাত দিয়ে দুর্গা প্রতিমা বানাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। 

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর খাসতালুক বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন করানোর জন্য অমিত শাহকে বাছাই করা নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। একই সঙ্গে কংগ্রেস নেতা প্রদীপ ঘোষও বিজেপিতে যোগদান করতে পারেন বলে শুরু হয়েছে আলোচনা। 

সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের প্রতিমা গড়তে খরচ পড়বে ১৭ কোটি টাকা। প্রতিমা শিল্পী মিন্টু পাল। কেন এত টাকা খরচ? উদ্যোক্তাদের দাবি, এবার সোনার পাত দিয়ে তৈরি হবে তাদের প্রতিমা। প্রতিমা গড়তে লাগছে ৫০-৬০ কিলো সোনা। সে কারণে খরচ পড়ছে ১৭ কোটি টাকা। এতদিন প্রতিমার মুকুট, বালা ইত্যাদি সোনায় গড়ানো হতো। কিন্তু এবার আস্ত প্রতিমাই সোনার! এটা অভিনব বলে দাবি উদ্যোক্তাদের। 

বিজেপিতে যোগ দিলেন শোভন, মুকুলের পা ছুঁয়ে প্রণাম বৈশাখীর

শুধু প্রতিমাই নয়, থিমেও চমক দিতে চলেছেন বলে দাবি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তাদের। সোনার দুর্গার নিরাপত্তায় নিরাপত্তায় বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ প্রদীপ ঘোষ।

.