পুজোর মুখে কলকাতায় আসছেন অমিত শাহ, ৪টে পুজোর উদ্বোধন করবেন বিজেপি সভাপতি

এবার অমিত শাহকে কলকাতায় এনে দুর্গাপুজো উদ্বোধন করেই মুখরক্ষা করতে চাইছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Updated By: Sep 18, 2019, 04:45 PM IST
পুজোর মুখে কলকাতায় আসছেন অমিত শাহ, ৪টে পুজোর উদ্বোধন করবেন বিজেপি সভাপতি

নিজস্ব প্রতিবেদন:  কলকাতার দুর্গাপুজোর কমিটি দখলে কার্যত ‘ব্যর্থ’বিজেপি। তাই এবার অমিত শাহকে কলকাতায় এনে দুর্গাপুজো উদ্বোধন করেই মুখরক্ষা করতে চাইছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

 

১ অক্টোবরই রাজ্যে আসছেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অথবা EZCC দলীয় সভা করবেন তিনি। এরই ফাঁকে চারটি পূজো মন্ডপের  উদ্ধোধন করবেন।

প্রসঙ্গত, সংগঠন মজবুত করতে আর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকেই ‘হাতিয়ার’ করতে মরিয়া বিজেপি। আর সেই লক্ষ্যে এবার পুজোয় প্রতিযোগিতা চালু করেছে গেরুয়া শিবির। কোন ক্লাব কমিটি কতটা নিষ্ঠাভরে রীতি ও সমস্ত আচার মেনে পুজো করছে, তার ওপরই হবে প্রতিযোগিতা। আর যে ক্লাব বা কমিটি জিতবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। 

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে দলের সংগঠনে আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দুর্গাপুজোকে হাতিয়ার করেই দলীয় সংগঠন পাকাপোক্ত করার কৌশল নিয়েছেন তাঁরা।

রাজীবের বক্তব্য না শুনে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নয়, জানিয়ে দিল আলিপুর আদালত

বিশেষজ্ঞরা বলছেন,  বিজেপির ‘প্ল্যান এ’ অর্থাত্ দুর্গাপুজোর কমিটিগুলিকে ধরার পরিকল্পনা বিশেষভাবে সফল হয়নি। কারণ বিজেপি সাংসদ বিধায়করা নিজেদের এলাকায় ছোট ক্লাবগুলিকে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেও, তাতে বিশেষ সাড়া পাওয়া যায়নি। কলকাতার বড় বড় পুজো কমিটিগুলির ওপর তৃণমূলের প্রভাব হালকা হলেও, রাশ এখনও যে তাদের হাতেই, তা অস্বীকার করার জায়গা নেই। তাই এবার সামনে এল বিজেপি নেতৃত্বের ‘প্ল্যান বি’, অমিত শাহকে দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করাতে চায় বিজেপি।

তবে কোন চারটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, দলীয় বৈঠকে এনআরসি- নিয়েও আলোচনা করতে পারেন।

.