আমরি কাণ্ড : জামিন পেলেন ২ কর্তা
আমরি কাণ্ডে জামিন পেলেন আরও ২ জন আমরি কর্তা। বুধবার রাধেশ্যাম গোয়েঙ্কা ও প্রশান্ত গোয়েঙ্কার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গ্রেফতার হওয়ার ১১১ দিনের মাথায় জামিন পেলেন তাঁরা।
আমরি কাণ্ডে জামিন পেলেন আরও ২ জন আমরি কর্তা। বুধবার রাধেশ্যাম গোয়েঙ্কা ও প্রশান্ত গোয়েঙ্কার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গ্রেফতার হওয়ার ১১১ দিনের মাথায় জামিন পেলেন তাঁরা।
এর আগে আমরির আরও ৪ জন কর্তা জামিন পেয়েছেন। আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৬ জনের নামে চার্জশিট রয়েছে। এঁদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। ৩ জন এখনও অধরা। এই ১৩ জনের মধ্যে মণি ছেত্রী, প্রণব দাশগুপ্ত, সত্যব্রত উপাধ্যায়, রাধেশ্যাম আগরওয়ালের জামিন আগেই মঞ্জুর করেছে আদালত।
এদিন হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও অসীম কুমার রায়ের ডিভিশন বেঞ্চ আমরির আরও ২ কর্তা, রাধেশ্যাম গোয়েঙ্কা ও প্রশান্ত গোয়েঙ্কার জামিন মঞ্জুর করে। এই নিয়ে আমরি কাণ্ডে জামিন পেলেন মোট ৬ জন। জামিনের কারণ হিসাবে বিচারপতি বলেন, ``আদালতে পুলিস যে নথিপত্র জমা দিয়েছে তাতে দেখা গেছে যে ১১ জনের ম্যানেজিং কমিটি হাসপাতালের দৈনন্দিন কাজ দেখতেন, এঁরা সেই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই যে যুক্তিতে আগের ৪ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সেই একই কারণে এঁদেরও জামিন দেওয়া হয়েছে।``