Suicide: প্রেমিকার প্ররোচনা? লেক গার্ডেন্সে আত্মঘাতী যুবক, ঘরে মিলল ঝুলন্ত দেহ
পুজো দিয়ে বাড়ি ফেরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান মা।
![Suicide: প্রেমিকার প্ররোচনা? লেক গার্ডেন্সে আত্মঘাতী যুবক, ঘরে মিলল ঝুলন্ত দেহ Suicide: প্রেমিকার প্ররোচনা? লেক গার্ডেন্সে আত্মঘাতী যুবক, ঘরে মিলল ঝুলন্ত দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/05/381458-suidie.jpg)
রণয় তেওয়ারি: প্রেমিকার প্ররোচনায় আত্মহত্যা? ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। গড়ফার পর এবার লেক গার্ডেন্স।
জানা গিয়েছে, মৃতের নাম সুমন মণ্ডল। লেক গাডেন্স সুপার মার্কেটের পাশে কোয়ার্টারে বাবা-মার সঙ্গে থাকতেন তিনি। একমাত্র দিদি বিয়ে হয়ে গিয়েছে। একটি বেসরকারি কোম্পানি চাকরি করতেন সুমন।
আরও পড়ুন: Kolkata Electrocution: ৭ দিনে ৩ জন, ট্যাংরায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
পরিবারের সূত্রে খবর, এদিন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুমনের মা। বিকেলে বাড়ি ফেরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। এরপর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সুমনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেন এমন ঘটনা? দিদি শতরূপা ঘোষ জি ২৪ ঘণ্টাকে জানালেন, 'আমার ভাই খুব চাপা স্বভাবের ছিল। একটি মেয়ের সঙ্গে ওর সম্পর্ক ছিল। মেয়েটি মানসিকভাবে অত্যাচার করত। ভাইকে ও আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে'।
আরও পড়ুন: Covid In Bengal: বাড়ছে কোভিড-অক্সিজেনের চাহিদা, চিকিৎসক সংকটে স্বাস্থ্যভবনকে চিঠি বেলেঘাটা আইডির
এদিকে গড়ফায় বাবার বকুনি খেয়ে আত্মহত্যা করেছে এক কলেজ পড়ুয়া। গতকাল, সোমবার ভোরে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁরও। কেন আত্মহত্যা? দ্বৈপায়নের বাবা জানিয়েছেন, 'মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করত। গেম খেলত। সোমবার পরীক্ষা ছিল। তাই গতকাল রাতে পড়ার জন্য বকাবকি করেছিলাম'।