২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অরুণ মুখোপাধ্যায়
২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অরুণ মুখোপাধ্যায়
২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত অরুণ মুখোপাধ্যায়
তাঁর অভিনয় এখন প্রবাদ। বাংলা নাটকে তাঁর অবদান অবিসংবাদিত। অরুণ মুখোপাধ্যায়। জন্ম ১৯৩৭, হাওড়ায়। নাট্যজীবন শুরু ১৯৫২-তে। পারিবারিক নাটমন্দিরে। সেই শুরু। তারপর ভারতীয় গণনাট্য সংঘে বলএকের পর এক সফল প্রযোজনা। ১৯৭২-এ তৈরি করলেন থিয়েটারের দল `চেতনা`। প্রথম প্রযোজনা `মারীচ সংবাদ।` পরের নাটক `জগন্নাথ`। ভারতীয় থিয়েটারের দুই মাইলস্টোন। দুটি নাটকই তাঁর রচনা। তারপর `রোশন`, `দুখিমুখী যোদ্ধা`, `ভালো মানুষের পালা`, `পুতুল নাচের ইতিকথা` একের পর এক সাফল্য। চলচ্চিত্রেও রাখলেন তাঁর প্রতিভার স্বাক্ষর। মৃণাল সেনের পরিচালনায় `পরশুরাম` চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেলেন সেরা জাতীয় অভিনেতার সম্মান। আজও তিনি মঞ্চে। আজও মঞ্চে `জগন্নাথ`।