অনন্য সম্মান: বুদ্ধদেব গুহ

২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত বুদ্ধদেব গুহ

Updated By: Mar 21, 2014, 10:24 PM IST

২৪ ঘণ্টার অনন্য সম্মানে ভূষিত বুদ্ধদেব গুহ

বাংলা গদ্যসাহিত্য যাঁদের লেখনীতে এখনও সমাদৃত, তাঁদেরই একজন বুদ্ধদেব গুহ। জন্ম ১৯৩৬, কলকাতায়। শৈশব, কৈশোরের অনেকটা কেটেছে বাংলাদেশের রংপুর ও বরিশালে। তাঁর লেখা ঋভু-কাহিনিতে সেই স্মৃতি খুঁজে পান পাঠক। মানবজীবনের অন্তর্লিন সম্পর্ক এক নতুন বর্ণে তিনি হাজির করেছেন বাংলাসাহিত্যে। অভূতপূর্ব রোমান্টিকতায় আচ্ছন্ন তাঁর ভাষা। অরণ্যের সবুজ জীবনেও তাঁর রচনা যোগ করেছে নতুন মাত্রা। সহজ, সাবলীল, জাদুবাস্তব তাঁর বর্ণনা। বাংলা কিশোর সাহিত্যেও তিনি অগ্রগণ্য। শিকার ছিল তাঁর নেশা। পুরাতনী বাংলা গানেও তাঁর গায়কী তাঁর সাহিত্যের মতই জনপ্রিয়। বিভিন্ন ভাষায় অনুদিত তাঁর লেখালেখি।

.