অঞ্জন ভট্টাচার্যর নিয়োগ বিতর্কে নতুন মাত্রা প্রতীচী ট্রাস্টের বিবৃতিতে
হিডকোয় অঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ-বিতর্কে নতুন মাত্রা যোগ হল। কয়েকদিন আগেই সিপিআইএম নেতা গৌতম দেব অভিযোগ করেছিলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সুপারিশ মেনে হিডকোয় নিয়োগ করা হয় অঞ্জন ভট্টাচার্যকে।
হিডকোয় অঞ্জন ভট্টাচার্যকে নিয়োগ-বিতর্কে নতুন মাত্রা যোগ হল। কয়েকদিন আগেই সিপিআইএম নেতা গৌতম দেব অভিযোগ করেছিলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সুপারিশ মেনে হিডকোয় নিয়োগ করা হয় অঞ্জন ভট্টাচার্যকে। কিন্তু শুক্রবার প্রতীচী ট্রাস্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ ধরনের কোনও সুপারিশ কখনওই করেননি অমর্ত্য সেন।
গৌতম দেবের এধরনের অভিযোগে অমর্ত্য সেন বিস্মিত বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে সিপিআইএম নেতার পাল্টা দাবি, ভুল বলছেন অমর্ত্য সেন। নোবেলজয়ী ওই অর্থনীতিবিদ সুপারিশের বিষয়টি হয়ত ভুলে গিয়েছেন বলে দাবি করেছেন গৌতম দেব।