আরও এক ট্যাক্সি ধর্মঘট শহরে, নাকাল নিত্য যাত্রীরা

আরও একটি ট্যাক্সি ধর্মঘট। আবারও সাধারণ মানুষের ভোগান্তি। ধর্মঘটের জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন ট্যাক্সিযাত্রীরা। শিয়ালদা থেকে উধাও ট্যাক্সি। মহানগরীর রাস্তাঘাটেও ট্যাক্সির দেখা মেলেনি। সরকারি ট্যাক্সি স্ট্যান্ড, পুলিসি জুলুম বন্ধ সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি অনুমোদিত কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন।

Updated By: Jun 11, 2015, 07:40 PM IST
আরও এক ট্যাক্সি ধর্মঘট শহরে, নাকাল নিত্য যাত্রীরা

ব্যুরো: আরও একটি ট্যাক্সি ধর্মঘট। আবারও সাধারণ মানুষের ভোগান্তি। ধর্মঘটের জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন ট্যাক্সিযাত্রীরা। শিয়ালদা থেকে উধাও ট্যাক্সি। মহানগরীর রাস্তাঘাটেও ট্যাক্সির দেখা মেলেনি। সরকারি ট্যাক্সি স্ট্যান্ড, পুলিসি জুলুম বন্ধ সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি অনুমোদিত কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন।

ধর্মঘটের বিরোধিতা করে  আজ পথে নামে ট্যাক্সি মালিকদের সংগঠন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতা বিমল গুহ আজ কয়েকটি ট্যাক্সি নিয়ে শিয়ালদা স্টেশন চত্বরে  যান।  ট্যাক্সি পরিষেবা নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানান তিনি। শাসকদলের সংগঠন প্রোগ্রেসিভ ট্যাক্সি মেনস ইউনিয়নও ধর্মঘটের বিরোধিতা করছে। 

.