নিউটাউনে জুনিয়র কনস্টেবলকে মারধরের ঘটনায় আরও তিনজন গ্রেফতার

নিউটাউনে জুনিয়র কনস্টেবলকে মারধরের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিস। এগারোই মে বিকেল সাড়ে চারটে নাগাদ নিগ্রহের শিকার হন মানস পণ্ডিত নামে ওই পুলিসকর্মী। অফিসের বাস ধরতে বক্স ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই মদ্যপ দুই মোটর সাইকেল আরোহী তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। তর্কাতর্কি বেধে গেলে মদ্যপ দুই যুবক ও তার সঙ্গীরা এসে জুনিয়র কনস্টেবলকে মারধর করে।

Updated By: May 15, 2017, 03:32 PM IST
নিউটাউনে জুনিয়র কনস্টেবলকে মারধরের ঘটনায় আরও তিনজন গ্রেফতার

ওয়েব ডেস্ক: নিউটাউনে জুনিয়র কনস্টেবলকে মারধরের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিস। এগারোই মে বিকেল সাড়ে চারটে নাগাদ নিগ্রহের শিকার হন মানস পণ্ডিত নামে ওই পুলিসকর্মী। অফিসের বাস ধরতে বক্স ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই মদ্যপ দুই মোটর সাইকেল আরোহী তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। তর্কাতর্কি বেধে গেলে মদ্যপ দুই যুবক ও তার সঙ্গীরা এসে জুনিয়র কনস্টেবলকে মারধর করে।

আরও পড়ুন বাম-কংগ্রেস-বিজেপির বিক্ষোভ, ধুন্ধুমার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে

সেদিনই ঘটনাস্থলকে থেকে তনুবীর রায় নামে একজনকে গ্রেফতার করে পুলিস। এরপরেও পুলিশ চেষ্টা চালাচ্ছিল বাকি অপরাধীদের ধরতে। অবশেষে গ্রেফতার হল আরও তিনজন।

আরও পড়ুন  শহরে ফের অটো চালকের দৌরাত্ম্য, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ অটো চালকের বিরুদ্ধে

.