কটূক্তি-হুমকি! কলকাতায় তরুণীকে 'শ্লীলতাহানি' অ্যাপ বাইক চালকের, ধৃত যুবক

মাঝ রাস্তাতেই তরুণীকে নামিয়ে দেন অভিযুক্ত চালক।

Reported By: রণয় তেওয়ারি | Updated By: Nov 29, 2020, 10:34 AM IST
কটূক্তি-হুমকি! কলকাতায় তরুণীকে 'শ্লীলতাহানি' অ্যাপ বাইক চালকের, ধৃত যুবক
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : আবারও এক অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম ধীরাজ কুমার রাম। বয়স ২২ বছর। ধৃত কলকাতার তিলজলা রোডের বাসিন্দা। শনিবার রাতে অভিযুক্তের বাড়ির সামনে থেকেই ধীরাজকে গ্রেফতার করে পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা বছর ২৫-এর এক তরুণী শুক্রবার দুপুরে বেলেঘাটা রোড থেকে ওই অ্যাপ নির্ভর বাইকে ওঠেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত বাইক চালক ধীরাজ কুমার রাম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তাঁকে গন্তব্যে পৌঁছে না দিয়ে মাঝ রাস্তাতেই নামিয়ে দেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে অশ্লীল ভাষাতেও কথা বলে অভিযুক্ত। এমনকি তাঁকে হুমকিও দেন বলে অভিযোগ ওই তরুণীর।

একইসঙ্গে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়েও ঝামেলা বাধে। এরপরই ওই তরুণী অভিযুক্ত অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই ধীরাজ কুমার রামকে গ্রেফতার করে পুলিস। আজ ধৃতকে আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন, মন্ত্রিত্ব ছাড়ার পরই প্রথম সভা শুভেন্দুর, তার আগেই এলাকা ছয়লাপ শিবসেনার পতাকায়

.