কলকাতায় উদ্ধার নবাবি অস্ত্র
১৯ এ স্ট্র্যান্ড রোডে বেঙ্গল বন্ডেড ওয়ারহাউসে সংস্কারের কাজ চলার সময় একতলার দেওয়ালের মধ্যে মিলল অস্ত্র। দেওয়াল ভেঙে প্রথমে উদ্ধার হয় বিশাল একটি কাঠের বাক্স। ওই বাক্সের মধ্যেই ছিল প্রাচীন অস্ত্রশস্ত্র। উদ্ধার করা হয়েছে একটি ডাবল ব্যারেল, তিনটি সিঙ্গল ব্যারেল গান, ২৪টি বিভিন্ন ধরনের তরোয়াল, ছটি ভোজালি, দুটি চপার এবং কয়েকটি ভাঙা অস্ত্র।
১৯ এ স্ট্র্যান্ড রোডে বেঙ্গল বন্ডেড ওয়ারহাউসে সংস্কারের কাজ চলার সময় একতলার দেওয়ালের মধ্যে মিলল অস্ত্র। দেওয়াল ভেঙে প্রথমে উদ্ধার হয় বিশাল একটি কাঠের বাক্স। ওই বাক্সের মধ্যেই ছিল প্রাচীন অস্ত্রশস্ত্র। উদ্ধার করা হয়েছে একটি ডাবল ব্যারেল, তিনটি সিঙ্গল ব্যারেল গান, ২৪টি বিভিন্ন ধরনের তরোয়াল, ছটি ভোজালি, দুটি চপার এবং কয়েকটি ভাঙা অস্ত্র।
বেশ কয়েকটি অস্ত্র নবাবি আমলের বলে মনে করা হচ্ছে। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে সংস্কারের কাজ চলছিল ওই বাড়িতে। আজই বিকেল নাগাদ বাক্সটি পাওয়া যায়। পরে বাক্স থেকে অস্ত্র উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিস। অস্ত্রগুলি কতদিনের পুরনো তা জানতে করা হবে কার্বন টেস্টিং।