বাম জামানাকে দুষে শিল্পে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির

রাজ্যে শিল্পের জোয়ার আনতে পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফের রাজ্যে হারানো গৌরব ফিরে আসবে।

Updated By: Jan 8, 2016, 03:23 PM IST
বাম জামানাকে দুষে শিল্পে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির

ওয়েব ডেস্ক: রাজ্যে শিল্পের জোয়ার আনতে পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফের রাজ্যে হারানো গৌরব ফিরে আসবে।

আর্থিক বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার যে সিদ্ধান্তই নিক, কেন্দ্র তাতে পাশে দাঁড়াবে বলে এমনই আশ্বাস দিয়েছেন জেটলি। দেশবিদেশের লগ্নিকারীদের সামনে, পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি। রাজ্যের উর্বর জমি, সস্তার শ্রমিক, উন্নত মানব সম্পদ, খনিজের ভাণ্ডারের খতিয়ান তুলে ধরেন তিনি।
 
বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের প্লেনারি সেশনে প্রথম বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের বিবর্ণ শিল্প মানচিত্রের জন্য বাম জমানাকেই দুষলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, বাম জমানায় শিল্পস্থাপনের কোনও প্রয়াসই হয়নি। শুধু অন্তঃসার শূন্য কিছু স্লোগান দেওয়া হত।

.