জেলে যেতে রাজি আছি তবু ছাত্রীর বিরুদ্ধে মামলা করব না: অশোক গাঙ্গুলি

পশ্চিমবিঙ্গের মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি অশোক গাঙ্গুলি।

Updated By: Jan 8, 2014, 03:49 PM IST

পশ্চিমবিঙ্গের মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি অশোক গাঙ্গুলি।

HIGHLIGHTS:

আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

সুপ্রিম কোর্ট অবিচার করেছে

প্রধান বিচারপতি কথা বলেননি

বিভিন্ন দিক থেকে চাপ আসছিল

সেই কারণেই পদত্যাগের পদত্যাগের সিদ্ধান্ত

আমার অপসারণের সচেষ্ট ছিল

রাজ্য ও কেন্দ্র একসঙ্গে সচেষ্ট ছিল

বললেন অশোক গাঙ্গুলি

মুখ্যমন্ত্রী আমাকে পছন্দ করতেন না

অম্বিকেশ মহাপাত্রকে নিয়ে নির্দেশ

নির্দেশের পরের দিনই বিষোদগার

বিষোদগার করেছিলেন মুখ্যমন্ত্রী

কামদুনি, শিলাদিত্য নিয়ে সুপ্রিম কোর্ট

ওই নির্দেশে অখুশি ছিলেন মুখ্যমন্ত্রী

অভিযোগকারিনীর বিরুদ্ধে এগোইনি

মানহানির মামলা করিনি

আমি জেলে যেতে রাজি আছি

কিন্তু ছাত্রীর বিরুদ্ধে মামলা করব না

বললেন মানবাধিকার কমিশনের প্রাক্তন প্রধানের

.