ফের নির্বাচন স্থগিতের আবেদন এসএফআইয়ের
আশুতোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই কলেজে নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ জানিয়ে আজ হাইকোর্টের বিচারপতি তপেন সেনের এজলাসে এসএফআইয়ের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়। আগামিকাল এই আবেদনের শুনানি হবে।
আশুতোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই কলেজে নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ জানিয়ে আজ হাইকোর্টের বিচারপতি তপেন সেনের এজলাসে এসএফআইয়ের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়। আগামিকাল এই আবেদনের শুনানি হবে।
গত ৭ মার্চ কলকাতা হাইকোর্ট এক নির্দেশ জারি করে। যতদিন না উচ্চশিক্ষা দফতর কলেজে নির্বাচন বিধি তৈরি করছে, ততদিন পর্যন্ত নির্বাচন বন্ধ রাখতে হবে। এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নিয়ন্ত্রণে। আশুতোষ কলেজের আজকের নির্বাচনে সেই নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিচারপতি তপেন সেন জানিয়ে দেন, তার আগের নির্দেশ রাজ্যের প্রতিটি কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাত্ আশুতোষ কলেজের ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য।
আশুতোষ কলেজের মোট আসন ছিল ২২টি। গতবছর নির্বাচনে ভোটের ফল ছিল ১৯-১। ১৯টি আসনে জয়ী হয়েছিল এসএফআই। দুটি আসনের ফল ঘোষণা হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায়।
আশুতোষ কলেজের ছাত্র সংসদের আসন সংখ্যা এবছর বেড়ে হয়েছে ৯৫। এরমধ্যে ৪২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বাকি আসনগুলির মধ্যে ৪০টি আসনে তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ডিএসও-র মধ্যে চলছে লড়াই। আর ১৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে না।