টালিগঞ্জে সিপিআইএমের কার্যালয়ে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দক্ষিণ কলকাতার টালিগঞ্জ রোডে সিপিআইএম কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, গতরাতে সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর চালায় ৫০-৬০ জন তৃণমূল কর্মী-সমর্থকের একটি দল। হেনস্থা করা হয় এক সিপিআইএম কর্মীর স্ত্রীকে।
হামলাকারীদের মধ্যে কলকাতা পুলিসের এক মহিলা কর্মী ছিলেন বলে অভিযোগ। রাত তখন প্রায় নটা। দক্ষিণ কলকাতার ১০০ নম্বর টালিগঞ্জ রোডে, সিপিআইএম কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের মিছিল। অভিযোগ, সেসময় একপ্রস্থ  গালিগালাজ করে তৃণমূল কর্মী-সমর্থকেরা। কিছুক্ষণ পর মিছিল ফিরিয়ে নিয়ে এসে হামলা চালায় তারা।
স্বামী শাসকদলের কর্মীসমর্থকদের হাতে হেনস্থা হচ্ছেন দেখে এগিয়ে গিয়েছিলেন স্ত্রী। অভিযোগ, হামলাকারীরা তাঁকেও রেয়াত করেনি।
 
পরে আশপাশের মানুষ ছুটে এসে গণ্ডগোল থামান। টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব।
 

English Title: 
attack on cpim
Home Title: 

টালিগঞ্জে সিপিআইএমের কার্যালয়ে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

No
14629
Is Blog?: 
No