সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলা, চলল গুলি

কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। 

Updated By: Mar 10, 2019, 10:59 AM IST
সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলা, চলল গুলি

নিজস্ব প্রতিবেদন : সব্যসাচী দত্তের অনুগামীদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত মহিষবাথান। শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের ওপর হামলা হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে চড়াও হয়ে দুষ্কৃতীরা শুন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রায় সাত আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ক্লাবের সদস্যদের মারধরও করা হয়। হামলার জেরে দুজন জখম হন। হামলার ঘটনায় ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের ঘনিষ্ঠদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। যদিও কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, তাঁকে ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন, সল্টলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে হামলার ছবি। সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। এদিন সকালেও ঘটনাস্থলে গুলির খোল পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, জয়দেব ঘনিষ্ঠ এক স্থানীয় দোকানদারের অভিযোগ, রাত ১২টা নাগাদ দুষ্কৃতীরা তাঁর দোকানে ভাঙচুর চালায়। হামলার ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এরপরই সোয়া ১২টা নাগাদ 'সব্য-ঘনিষ্ঠ' ক্লাবে হামলা চালায় দুষ্কৃতীরা।

.