জামিনে মুক্তি পেয়েই হামলা কার্টুনকাণ্ডে অভিযুক্তদের
জামিন পেয়েই ফের স্বমহিমায় কার্টুনকাণ্ডের অভিযুক্ত তৃণমূল সমর্থকরা। শনিবারই জামিন পেয়েছেন তাঁরা। কিন্তু জামিন পেয়েই রবিবারই ফের তাঁরা হাজির হন নিউ গড়িয়া আবাসনে । তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে এই অভিযোগে এদিন আবাসিকদের প্রতিবাদ মিছিলের ওপর একপ্রকার চড়াও হন অভিযুক্তরা।
জামিন পেয়েই ফের স্বমহিমায় কার্টুনকাণ্ডের অভিযুক্ত তৃণমূল সমর্থকরা। শনিবারই জামিন পেয়েছেন তাঁরা। কিন্তু জামিন পেয়েই রবিবারই ফের তাঁরা হাজির হন নিউ গড়িয়া আবাসনে । তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে এই অভিযোগে এদিন আবাসিকদের প্রতিবাদ মিছিলের ওপর একপ্রকার চড়াও হন অভিযুক্তরা।
এত ঘটনার পরেও হুঁশ ফিরল না কার্টুন কাণ্ডের অভিযুক্ত তৃণমূল সমর্থকদের। ফের একবার নিউ গড়িয়া সমবায় আবাসনে হানা দিলেন তারা। তাও আবার আবাসিকদের প্রতিবাদ মিছিলের সময়। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের নিগ্রহের প্রতিবাদ ও আবাসনের নিরাপত্তার দাবিতে রবিবার মিছিল করেন নিউ গড়িয়া সমবায় আবাসনের বাসিন্দারা। আবাসন চত্বরেই মৌন মিছিলে হাজির ছিলেন কয়েকশো আবাসিক। দোষীদের শাস্তিরও দাবি ওঠে মিছিল থেকে । আর মিছিল শেষ হওয়ার মুখেই আবাসনের গেটে হাজির হন অভিযুক্ত তৃণমূল সমর্থকরা। আবাসিকদের রীতিমতো হুমকিও দেন তাঁরা। জামিনে মুক্ত হয়েই ফের আবাসনে গিয়ে বচসার ঘটনায় আরও একবার নিরাপত্তা নিয়ে আশঙ্কিত আবাসিকরা।