খাস কলকাতায় ট্রাফিক কনস্টেবলকে হেনস্থার অভিযোগ, অটো ইউনিয়নের নেতার ছেলের বিরুদ্ধে!
খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিস। ট্রাফিক কনস্টেবলকে হেনস্থার অভিযোগ উঠল অটো ইউনিয়নের নেতার ছেলের বিরুদ্ধে। আজ সন্ধেয় টালিগঞ্জ সার্কুলার রোডে অটো রাখাকে কেন্দ্র করে বিপত্তি। এক ট্রাফিক কনস্টেবলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অটো ইউনিয়নের নেতার ছেলে দেবাশিস ব্যানার্জি। তিনি ট্রাফিক কনস্টেবলের ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিসকর্মীর নোট প্যাড ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। দেবাশিসের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কনস্টেবল। গ্রেফতার করা হয় দেবাশিসকে। জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিস। ট্রাফিক কনস্টেবলকে হেনস্থার অভিযোগ উঠল অটো ইউনিয়নের নেতার ছেলের বিরুদ্ধে। আজ সন্ধেয় টালিগঞ্জ সার্কুলার রোডে অটো রাখাকে কেন্দ্র করে বিপত্তি। এক ট্রাফিক কনস্টেবলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অটো ইউনিয়নের নেতার ছেলে দেবাশিস ব্যানার্জি। তিনি ট্রাফিক কনস্টেবলের ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিসকর্মীর নোট প্যাড ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। দেবাশিসের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কনস্টেবল। গ্রেফতার করা হয় দেবাশিসকে। জামিনঅযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।